ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন গিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

ব্যাট থামছেই না শুভমন গিলের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেন তার চেয়েও বড় ইনিংস, বিশেষ ইনিংস। অসাধারণ এক ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানালেন ডানহাতি এ ওপেনার।

বুধবার (১৮ জানুয়ারি) হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল। ১৪৫ বলে ১৯টি চার ৮ ছক্কায় ২০০ রান করেন। অবশ্য ১৪৯ বল খেলে ১৯টি চার ও ৯ ছক্কায় ২০৮ রান করে হেনরি শিপলের বলে আউট হন।

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অল্প রানে হারিয়ে ভারতীয় দলকে যখন একটু নড়বড়ে লাগছিল, তখন ভরসা হয়ে উঠলেন শুভমন। কেন ইশান কিশানকে মিডল অর্ডারে নামিয়ে ওপেনার হিসাবে শুভমনকেই ভাবছে দল, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। তরুণ ওপেনার ছাড়া ভারতের আর কোনো ব্যাটার সে ভাবে রান পাননি।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইতিহাসের দশম ব্যাটার গিল। এ নিয়ে ভারতের ছয়জন ব্যাটার এই কীর্তি দেখালেন। এর মধ্যে রোহিত শর্মার একারই আছে তিনটি ডাবল।

রাজীব গান্ধী স্টেডিয়ামে গিলের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ৩৫০।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় ভারত। রোহিত ৩৪ করে আউট হন। এরপর বিরাট কোহলি (৮), ইশান কিশান (৫) ব্যর্থ হলে একটা সময় বেশ চাপে পড়ে ভারত। ১১০ রানের মধ্যে হারিয়ে বসেছিল ৩ উইকেট।

সেখান থেকে বলতে গেলে একাই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান গিল। তাকে কিছুটা সঙ্গ দিয়েছেন সূর্যকুমার (৩১), হার্দিক পান্ডিয়া (২৮)। তবে মূল দায়িত্বটা পালন করেছেন গিলই।

ইনিংসের শেষ ওভারে এসে আউট হন এই ব্যাটার। ১৪৯ বলে গড়া তার ২০৮ রানের ঝোড়ো ইনিংসে ১৯টি বাউন্ডারির সঙ্গে ছিল ৯টি ছক্কার মার।

এদিন পঞ্চম ভারতীয় হিসেবে ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। তার আগে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ঈশান কিষাণ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন গিল

আপডেট সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ব্যাট থামছেই না শুভমন গিলের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেন তার চেয়েও বড় ইনিংস, বিশেষ ইনিংস। অসাধারণ এক ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানালেন ডানহাতি এ ওপেনার।

বুধবার (১৮ জানুয়ারি) হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল। ১৪৫ বলে ১৯টি চার ৮ ছক্কায় ২০০ রান করেন। অবশ্য ১৪৯ বল খেলে ১৯টি চার ও ৯ ছক্কায় ২০৮ রান করে হেনরি শিপলের বলে আউট হন।

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অল্প রানে হারিয়ে ভারতীয় দলকে যখন একটু নড়বড়ে লাগছিল, তখন ভরসা হয়ে উঠলেন শুভমন। কেন ইশান কিশানকে মিডল অর্ডারে নামিয়ে ওপেনার হিসাবে শুভমনকেই ভাবছে দল, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। তরুণ ওপেনার ছাড়া ভারতের আর কোনো ব্যাটার সে ভাবে রান পাননি।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইতিহাসের দশম ব্যাটার গিল। এ নিয়ে ভারতের ছয়জন ব্যাটার এই কীর্তি দেখালেন। এর মধ্যে রোহিত শর্মার একারই আছে তিনটি ডাবল।

রাজীব গান্ধী স্টেডিয়ামে গিলের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ৩৫০।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় ভারত। রোহিত ৩৪ করে আউট হন। এরপর বিরাট কোহলি (৮), ইশান কিশান (৫) ব্যর্থ হলে একটা সময় বেশ চাপে পড়ে ভারত। ১১০ রানের মধ্যে হারিয়ে বসেছিল ৩ উইকেট।

সেখান থেকে বলতে গেলে একাই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান গিল। তাকে কিছুটা সঙ্গ দিয়েছেন সূর্যকুমার (৩১), হার্দিক পান্ডিয়া (২৮)। তবে মূল দায়িত্বটা পালন করেছেন গিলই।

ইনিংসের শেষ ওভারে এসে আউট হন এই ব্যাটার। ১৪৯ বলে গড়া তার ২০৮ রানের ঝোড়ো ইনিংসে ১৯টি বাউন্ডারির সঙ্গে ছিল ৯টি ছক্কার মার।

এদিন পঞ্চম ভারতীয় হিসেবে ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। তার আগে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ঈশান কিষাণ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।