ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

না ফেরার দেশে সংবাদ উপস্থাপিকা নাতাশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক, চিকিৎসক এন কে নাতাশা আর নেই।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তিন বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

চিকিৎসক নাতাশার মৃত্যুর বিষয়ে আইইডিসিআরের উপদেষ্টা চিকিৎসক মুশতাক হোসেন নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে ও বিদেশে চিকিৎসা নেন। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়।

তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন এন কে নাতাশা। সর্বশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, টিভির পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক হলেও তিনি মূলত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে করেছেন পিএইচডি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে সংবাদ উপস্থাপিকা নাতাশা

আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক, চিকিৎসক এন কে নাতাশা আর নেই।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তিন বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

চিকিৎসক নাতাশার মৃত্যুর বিষয়ে আইইডিসিআরের উপদেষ্টা চিকিৎসক মুশতাক হোসেন নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে ও বিদেশে চিকিৎসা নেন। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়।

তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন এন কে নাতাশা। সর্বশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, টিভির পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক হলেও তিনি মূলত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে করেছেন পিএইচডি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি।