ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাঙ্গলকোট স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবায় রোগীদের সন্তোষ প্রকাশ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// কাজী মো. ফখরুল ইসলাম, নোয়াখালী প্রাতনিধি //

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা ও অপারেশন কার্যক্রম চালুতে চিকিৎসা নিতে আসা রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। উপজেলার ৫ লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছে ৫০ শয্যার এ স্বাস্থ্যকমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি প্রতিস্থাপনের দীর্ঘ দেড়যুগ ধরে বন্ধ থাকার পর কয়েকদিন থেকে চালু করা হয়েছে। তাছাড়া আল্ট্রাসনোগ্রাম, ইসিজি সহ চালু করা হয়েছে আরো বিভিন্ন ধরণের পরীক্ষা-নীরিক্ষা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতি শনিবার ও বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনে পরীক্ষা করা হয়। তাছাড়া প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, চক্ষু, জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয়ে ভায়া সিপি সেন্টার, কম ওজন ও কম বয়সে জন্মগ্রহণ করা শিশুদের চিকিৎিসায় কেএমসি চালু, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসায় এসসিটি কর্ণার চালু ও যক্ষা রোগের জি এক্সপার্ট পরীক্ষাসহ বিভিন্ন ধরণের পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। তাছাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা ভাড়ায় চালু করা হয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা। জুন মাসের মধ্যে চালু হবে ব্লাড ব্যাংকিং সেবা। পাশাপাশি গর্ভবতী মহিলাদের সিজারিয়ানসহ বিভিন্ন ধরণের অপারেশনের রয়েছে সুব্যবস্থা। স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিঃ বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসা ৬ থেকে ৭শ’ রোগীদের চিকিৎসা দেয়া হয়। তাছাড়া ৪টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ৪৫টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেও দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধপত্র।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বড় ফতেপুর গ্রামের রোকেয়া বেগম বলেন, ৫ টাকায় টিকেট কেটে তিনি ডাক্তার দেখিয়েছেন। অথচ বাহিরে দেখালে ৮শ’ টাকা লাগত। এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পিপড্ডা গ্রামের আলা উদ্দিন বলেন, মাত্র ৭০ টাকায় সরকারি হাসপাতালে এক্স-রে পরীক্ষা করিয়েছেন। প্রাইভেটে করলে লাগত ৭ থেকে ৮শ’ টাকা। কম টাকায় এক্স-রে করতে পেরে তিনি মহাখুশি। গর্ভবতী নাজমা বেগম বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ডাক্তার আলট্রাসনোগ্রাম পরীক্ষা দিলে তিনি ১শ’ ১০ টাকায় ওই পরীক্ষা করান। প্রাইভেট হাসপাতালে এ পরীক্ষা করালে অন্তত ১৬শ’ টাকা গুণতে হতো। এ সেবা পেয়ে তিনি আনন্দবোধ করেন।

এ বিষয় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থকমপ্লেক্সে এখন অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তাছাড়া জটিল সমস্যা ছাড়া সকল সেবাই এ হাসপাতালে পাওয়া যায়। দেয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র।

নিউজটি শেয়ার করুন

নাঙ্গলকোট স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবায় রোগীদের সন্তোষ প্রকাশ 

আপডেট সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

// কাজী মো. ফখরুল ইসলাম, নোয়াখালী প্রাতনিধি //

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা ও অপারেশন কার্যক্রম চালুতে চিকিৎসা নিতে আসা রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। উপজেলার ৫ লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছে ৫০ শয্যার এ স্বাস্থ্যকমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি প্রতিস্থাপনের দীর্ঘ দেড়যুগ ধরে বন্ধ থাকার পর কয়েকদিন থেকে চালু করা হয়েছে। তাছাড়া আল্ট্রাসনোগ্রাম, ইসিজি সহ চালু করা হয়েছে আরো বিভিন্ন ধরণের পরীক্ষা-নীরিক্ষা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতি শনিবার ও বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনে পরীক্ষা করা হয়। তাছাড়া প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, চক্ষু, জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয়ে ভায়া সিপি সেন্টার, কম ওজন ও কম বয়সে জন্মগ্রহণ করা শিশুদের চিকিৎিসায় কেএমসি চালু, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসায় এসসিটি কর্ণার চালু ও যক্ষা রোগের জি এক্সপার্ট পরীক্ষাসহ বিভিন্ন ধরণের পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। তাছাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা ভাড়ায় চালু করা হয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা। জুন মাসের মধ্যে চালু হবে ব্লাড ব্যাংকিং সেবা। পাশাপাশি গর্ভবতী মহিলাদের সিজারিয়ানসহ বিভিন্ন ধরণের অপারেশনের রয়েছে সুব্যবস্থা। স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিঃ বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসা ৬ থেকে ৭শ’ রোগীদের চিকিৎসা দেয়া হয়। তাছাড়া ৪টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ৪৫টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেও দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধপত্র।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বড় ফতেপুর গ্রামের রোকেয়া বেগম বলেন, ৫ টাকায় টিকেট কেটে তিনি ডাক্তার দেখিয়েছেন। অথচ বাহিরে দেখালে ৮শ’ টাকা লাগত। এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পিপড্ডা গ্রামের আলা উদ্দিন বলেন, মাত্র ৭০ টাকায় সরকারি হাসপাতালে এক্স-রে পরীক্ষা করিয়েছেন। প্রাইভেটে করলে লাগত ৭ থেকে ৮শ’ টাকা। কম টাকায় এক্স-রে করতে পেরে তিনি মহাখুশি। গর্ভবতী নাজমা বেগম বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ডাক্তার আলট্রাসনোগ্রাম পরীক্ষা দিলে তিনি ১শ’ ১০ টাকায় ওই পরীক্ষা করান। প্রাইভেট হাসপাতালে এ পরীক্ষা করালে অন্তত ১৬শ’ টাকা গুণতে হতো। এ সেবা পেয়ে তিনি আনন্দবোধ করেন।

এ বিষয় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থকমপ্লেক্সে এখন অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তাছাড়া জটিল সমস্যা ছাড়া সকল সেবাই এ হাসপাতালে পাওয়া যায়। দেয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র।