ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নতুন মুদ্রানীতি ঘোষণা আসছে রোববার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে আসছে নতুন মুদ্রানীতি। বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতে সৃষ্ট মূল্যস্ফীতি, তারল্য সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে লাগাম টানার চ্যালেঞ্জ নিয়ে চলতি ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রকাশিত হতে যাচ্ছে। রোববার (১৫ জানুয়ারি) নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংকের প্রেস কনফারেন্সের মাধ্যমে ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম মুদ্রানীতি ঘোষণা। অনুষ্ঠানে ডেপুটি গভর্নরসহ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র উপস্থিত থাকবেন।

করোনা মহামারির মধ্যে অনলাইনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণা করা হলেও এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। আগে প্রতি বছর দুই বার মুদ্রানীতি ঘোষণার রেওয়াজ থাকলেও তা ভেঙে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা শুরু করেছিলেন সাবেক গর্বনর ফজলে কবির।

চলতি ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি যখন ঘোষণা করা হবে তখন অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকবে; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-উদ্ভূত বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবে দেশে উচ্চ মূল্যস্ফীতি থাকবে। আশঙ্কা থাকবে খাদ্য সঙ্কটের। নতুন মুদ্রানীতিতে এসব বহুমুখী চ্যালেঞ্জ সামাল দেওয়ার উদ্যোগ থাকবে। কর্মপরিকল্পনা থাকবে তারল্য পরিস্থিতি সামাল দেওয়ার। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে ঘোষিত হবে আর্থিক খাতের সামনের ছয় মাসের পথনকশা। অবশ্য বছরে দুটি মুদ্রানীতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর, বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

নতুন মুদ্রানীতি ঘোষণা আসছে রোববার

আপডেট সময় : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে আসছে নতুন মুদ্রানীতি। বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতে সৃষ্ট মূল্যস্ফীতি, তারল্য সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে লাগাম টানার চ্যালেঞ্জ নিয়ে চলতি ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রকাশিত হতে যাচ্ছে। রোববার (১৫ জানুয়ারি) নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংকের প্রেস কনফারেন্সের মাধ্যমে ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম মুদ্রানীতি ঘোষণা। অনুষ্ঠানে ডেপুটি গভর্নরসহ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র উপস্থিত থাকবেন।

করোনা মহামারির মধ্যে অনলাইনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণা করা হলেও এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। আগে প্রতি বছর দুই বার মুদ্রানীতি ঘোষণার রেওয়াজ থাকলেও তা ভেঙে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা শুরু করেছিলেন সাবেক গর্বনর ফজলে কবির।

চলতি ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি যখন ঘোষণা করা হবে তখন অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকবে; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-উদ্ভূত বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবে দেশে উচ্চ মূল্যস্ফীতি থাকবে। আশঙ্কা থাকবে খাদ্য সঙ্কটের। নতুন মুদ্রানীতিতে এসব বহুমুখী চ্যালেঞ্জ সামাল দেওয়ার উদ্যোগ থাকবে। কর্মপরিকল্পনা থাকবে তারল্য পরিস্থিতি সামাল দেওয়ার। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে ঘোষিত হবে আর্থিক খাতের সামনের ছয় মাসের পথনকশা। অবশ্য বছরে দুটি মুদ্রানীতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর, বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র উপস্থিত থাকবেন।