ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ৪ : আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// নওগাঁ প্রতিনিধি //

নওগাঁর মহাদেবপুরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ সড়ক দূর্ঘটনায় সিএনজির দুই জন যাত্রী আহত হয়েছেন। আহত দুই জনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ভর্তি করা হলে আবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী বাঘাচারা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। তবে নিহতের মধ্য তিন জনের নাম পরিচয় জানা গেছে।

নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের সিএনজি (অটোরিকশার) চালক পাপ্পু সরদার (৫০)। সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভীর আহমেদ চৌধুরী (২৪)। সিএনজিটি মহাদেবপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে একটি মালবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী পাশে বাগাচারা এলাকায় পোঁছালে এ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দূর্ঘটনার পর সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল সিভিল এর সদস্যরা। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র বলেন, নওগাঁ থেকে নওহাটার মোড় পর্যন্ত এই মহা-সড়কে চালকের বেপরোয়া গতির কারনে প্রায় এই ধরনের দূর্ঘটনা ঘটে থাকে। আমরা যদি সচেতন না হয়, তাহলে কোনো ভাবে দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে না। তবে সড়কের মাঝ খানে আইলেন্ড দিলে অনেক অংশে দূরঘটনা কমানো সম্ভব।

নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, দুপুর ১ টা ১০ মিনিটে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল আসি। এসে দেখি, একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে পড়ে আছে। পরে একে একে অটোরিকশার ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দূর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ৪ : আহত ২

আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

// নওগাঁ প্রতিনিধি //

নওগাঁর মহাদেবপুরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ সড়ক দূর্ঘটনায় সিএনজির দুই জন যাত্রী আহত হয়েছেন। আহত দুই জনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ভর্তি করা হলে আবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী বাঘাচারা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। তবে নিহতের মধ্য তিন জনের নাম পরিচয় জানা গেছে।

নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের সিএনজি (অটোরিকশার) চালক পাপ্পু সরদার (৫০)। সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভীর আহমেদ চৌধুরী (২৪)। সিএনজিটি মহাদেবপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে একটি মালবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী পাশে বাগাচারা এলাকায় পোঁছালে এ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দূর্ঘটনার পর সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল সিভিল এর সদস্যরা। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র বলেন, নওগাঁ থেকে নওহাটার মোড় পর্যন্ত এই মহা-সড়কে চালকের বেপরোয়া গতির কারনে প্রায় এই ধরনের দূর্ঘটনা ঘটে থাকে। আমরা যদি সচেতন না হয়, তাহলে কোনো ভাবে দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে না। তবে সড়কের মাঝ খানে আইলেন্ড দিলে অনেক অংশে দূরঘটনা কমানো সম্ভব।

নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, দুপুর ১ টা ১০ মিনিটে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল আসি। এসে দেখি, একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে পড়ে আছে। পরে একে একে অটোরিকশার ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দূর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।