ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তৌহিদের আঙুলে আট সেলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের চার জয়ের তিনটির নায়ক ছিলেন তৌহিদ হৃদয়। সেই ব্যাটারকে নিয়েই দুঃসংবাদ পেলো সিলেট। বিপিএলে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্স দল এবার বড়এক ধাক্কায় খেলো। দলটির ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয় আঙুলের ইনজুরির নিয়ে ছিটকে গিয়েছেন দুই সপ্তাহের জন্য। এই ব্যাটারের হাতে সেলাই পড়েছে ৮টি। সিলেটের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) শেরে বাংলায় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের উত্তাল ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০‘র ঘরে পৌঁছে আবারও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তৌহিদ হৃদয়।

কিন্তু এ কৃতিত্ব ও সুখটা মাঠে থেকে উপভোগ করতে পারেননি। ফিল্ডিংয়ের সময় বলের সিমের আঘাত লেগে বাঁ হাতের তালু এবং আঙ্গুল ফেটে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

শুধু হাত ও আঙ্গুল ফেটে ঢাকা ডোমিনেটরস ইনিংসের ১২ নম্বর ওভারে মাঠ ত্যাগই নয়, ফেটে যাওয়া জায়গায় ৮টি সেলাই দিতে হয়েছে তৌহিদ হৃদয়ের এবং বিসিবি চিকিৎসকরা তাকে ২ সপ্তাহর পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এর অর্থ চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না তৌহিদ হৃদয়ের।

সিলেট স্ট্রাইকার্সের মিডিয়ার ম্যানেজার মিনহাজউদ্দীন খান মঙ্গলবার গভীর রাতে এ তথ্য জানিয়েছেন।

ঢাকার অধিনায়ক নাসির হোসেনের স্কোয়ার কাট ধরতে গিয়ে বাঁ-হাতের তালু ফেটে রক্ত বেরিয়ে পড়ে হৃদয়ের। ফিজিও এসে তাকে ধরে ড্রেসিং রমে নিয়ে যান।

সিলেটের পেসার রেজাউর রহমান রাজার শর্ট বলে সজোরে স্কোয়ার কাট করেছিলেন নাসির। প্রচন্ড গতিতে যাওয়া সেই শট বুক সমান উচ্চতায় চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো তৌহিদ হৃদয়ের কাছে। তিনি তা ধরে রাখতে পারেননি। মারের প্রচন্ডতায় বল গিয়ে আঘাত করে তার হাতের তালুতে। সঙ্গে সঙ্গে বলের সিমে লেগে তালু এবং আঙ্গুল ফেটে রক্তাক্ত হয়ে যায় তার হাত।

১৩ জানুয়ারি থেকে চট্টগ্রামের পর্বে দেখা যাবে না তরুণ এই ব্যাটারকে। এমন কী ২৩ জানুয়ারি থেকে ঢাকা পর্বেও নিশ্চিতভাবে থাকছেন না হৃদয়। ধারণা করা হচ্ছে সিলেট পর্ব থেকে আবারো দলের হয়ে নিয়মিত মাঠে থামবেন তিনি।

সিলেটের টানা চার জয়ে হ্যাটট্রিক ফিফটি করেছেন তৌহিদ। শেষ তিন ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন। সব মিলিয়ে ৬৫ গড়ে ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান তার। মঙ্গলবার ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন। এর আগে কুমিল্লা ও বরিশালের বিপক্ষে করেছেন যথাক্রমে ৫৬ ও ৫৫ রান। এ অবস্থায় তার ছিটকে যাওয়া দলের জন্য এক বড় ধাক্কা বলা যায়।

 

নিউজটি শেয়ার করুন

তৌহিদের আঙুলে আট সেলাই

আপডেট সময় : ০১:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের চার জয়ের তিনটির নায়ক ছিলেন তৌহিদ হৃদয়। সেই ব্যাটারকে নিয়েই দুঃসংবাদ পেলো সিলেট। বিপিএলে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্স দল এবার বড়এক ধাক্কায় খেলো। দলটির ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয় আঙুলের ইনজুরির নিয়ে ছিটকে গিয়েছেন দুই সপ্তাহের জন্য। এই ব্যাটারের হাতে সেলাই পড়েছে ৮টি। সিলেটের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) শেরে বাংলায় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের উত্তাল ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০‘র ঘরে পৌঁছে আবারও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তৌহিদ হৃদয়।

কিন্তু এ কৃতিত্ব ও সুখটা মাঠে থেকে উপভোগ করতে পারেননি। ফিল্ডিংয়ের সময় বলের সিমের আঘাত লেগে বাঁ হাতের তালু এবং আঙ্গুল ফেটে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

শুধু হাত ও আঙ্গুল ফেটে ঢাকা ডোমিনেটরস ইনিংসের ১২ নম্বর ওভারে মাঠ ত্যাগই নয়, ফেটে যাওয়া জায়গায় ৮টি সেলাই দিতে হয়েছে তৌহিদ হৃদয়ের এবং বিসিবি চিকিৎসকরা তাকে ২ সপ্তাহর পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এর অর্থ চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না তৌহিদ হৃদয়ের।

সিলেট স্ট্রাইকার্সের মিডিয়ার ম্যানেজার মিনহাজউদ্দীন খান মঙ্গলবার গভীর রাতে এ তথ্য জানিয়েছেন।

ঢাকার অধিনায়ক নাসির হোসেনের স্কোয়ার কাট ধরতে গিয়ে বাঁ-হাতের তালু ফেটে রক্ত বেরিয়ে পড়ে হৃদয়ের। ফিজিও এসে তাকে ধরে ড্রেসিং রমে নিয়ে যান।

সিলেটের পেসার রেজাউর রহমান রাজার শর্ট বলে সজোরে স্কোয়ার কাট করেছিলেন নাসির। প্রচন্ড গতিতে যাওয়া সেই শট বুক সমান উচ্চতায় চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো তৌহিদ হৃদয়ের কাছে। তিনি তা ধরে রাখতে পারেননি। মারের প্রচন্ডতায় বল গিয়ে আঘাত করে তার হাতের তালুতে। সঙ্গে সঙ্গে বলের সিমে লেগে তালু এবং আঙ্গুল ফেটে রক্তাক্ত হয়ে যায় তার হাত।

১৩ জানুয়ারি থেকে চট্টগ্রামের পর্বে দেখা যাবে না তরুণ এই ব্যাটারকে। এমন কী ২৩ জানুয়ারি থেকে ঢাকা পর্বেও নিশ্চিতভাবে থাকছেন না হৃদয়। ধারণা করা হচ্ছে সিলেট পর্ব থেকে আবারো দলের হয়ে নিয়মিত মাঠে থামবেন তিনি।

সিলেটের টানা চার জয়ে হ্যাটট্রিক ফিফটি করেছেন তৌহিদ। শেষ তিন ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন। সব মিলিয়ে ৬৫ গড়ে ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান তার। মঙ্গলবার ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন। এর আগে কুমিল্লা ও বরিশালের বিপক্ষে করেছেন যথাক্রমে ৫৬ ও ৫৫ রান। এ অবস্থায় তার ছিটকে যাওয়া দলের জন্য এক বড় ধাক্কা বলা যায়।