ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাবির  সাবেক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৯ জানুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে আটকানো হয় নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ‘পাগলা ঘোড়ার’ গতিতে চলা গাড়িটি।

প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে আটকানো হয় নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ‘পাগলা ঘোড়ার’ গতিতে চলা গাড়িটি।ছবিটি ভিডিও থেকে নেওয়া

প্রাইভেটকারের ধাক্কায় রুবিনা আক্তার (৪০) নামের এক নারী নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শাকিল আহম্মেদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় জাফর শাহের প্রাইভেটকার। এতে মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার ছিটকে পড়ে প্রাইভেটকারের নিচে আটকে পড়েন।

ওই অবস্থায় চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যান। একপর্যায়ে উপস্থিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে গাড়ি আটকে যায়। এ সময় চালককে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। এতে গুরুতর আহত হন তিনি।

পরে আহত নারী ও গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ওই নারী মারা যান। আর গাড়িচালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার (২ ডিসেম্বর) রাতে মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা করেন নিহত রুবিনার ভাই জাকির হোসেন মিলন।

নিউজটি শেয়ার করুন

ঢাবির  সাবেক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৯ জানুয়ারি

আপডেট সময় : ০৪:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে আটকানো হয় নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ‘পাগলা ঘোড়ার’ গতিতে চলা গাড়িটি।

প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে আটকানো হয় নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ‘পাগলা ঘোড়ার’ গতিতে চলা গাড়িটি।ছবিটি ভিডিও থেকে নেওয়া

প্রাইভেটকারের ধাক্কায় রুবিনা আক্তার (৪০) নামের এক নারী নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শাকিল আহম্মেদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় জাফর শাহের প্রাইভেটকার। এতে মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার ছিটকে পড়ে প্রাইভেটকারের নিচে আটকে পড়েন।

ওই অবস্থায় চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যান। একপর্যায়ে উপস্থিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে গাড়ি আটকে যায়। এ সময় চালককে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। এতে গুরুতর আহত হন তিনি।

পরে আহত নারী ও গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ওই নারী মারা যান। আর গাড়িচালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার (২ ডিসেম্বর) রাতে মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা করেন নিহত রুবিনার ভাই জাকির হোসেন মিলন।