ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রেনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর রেল গেটে (১১২নং) ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪মে) সকাল সাড়ে ১০টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা (রকেট) মেইল ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ী আসার পথে মোবারকপুর রেল গেটে (১১২ নং) এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০)। তিনি ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে নিলফামারী জেলার কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। অপর ব্যক্তি নিলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি পাটোয়ারী পাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। তিনি পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রেলগেটের পূর্বদিক থেকে একটি মোটর সাইকেলে দুইজন আরোহী রেলগেট অতিক্রম করার সময় খুলনা মেইল ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলসহ আরোহীরা প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কীম্যান মোঃ বিপ্লব ইসলাম জানান, উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর অভিমূখে আসার সময় আচমকা রাস্তার পূর্বদিক থেকে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে রেল লাইন ক্রস করতে চাইলে মোটর সাকেলটি ট্রেনের ধাক্কায় প্রচন্ড শব্দে রেলওয়ের ৩৬৪ নং ঘুটির কাছে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মোটরসাকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে এলে তার সাথে কথা বললে তিনি জানান, নিহত হামিদুল ইসলাম দুইদিন অফিস ছুটির কারণে মোটরসাইকেল যোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ঘটনার পর আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

ট্রেনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর রেল গেটে (১১২নং) ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪মে) সকাল সাড়ে ১০টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা (রকেট) মেইল ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ী আসার পথে মোবারকপুর রেল গেটে (১১২ নং) এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০)। তিনি ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে নিলফামারী জেলার কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। অপর ব্যক্তি নিলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি পাটোয়ারী পাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। তিনি পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রেলগেটের পূর্বদিক থেকে একটি মোটর সাইকেলে দুইজন আরোহী রেলগেট অতিক্রম করার সময় খুলনা মেইল ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলসহ আরোহীরা প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কীম্যান মোঃ বিপ্লব ইসলাম জানান, উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর অভিমূখে আসার সময় আচমকা রাস্তার পূর্বদিক থেকে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে রেল লাইন ক্রস করতে চাইলে মোটর সাকেলটি ট্রেনের ধাক্কায় প্রচন্ড শব্দে রেলওয়ের ৩৬৪ নং ঘুটির কাছে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মোটরসাকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে এলে তার সাথে কথা বললে তিনি জানান, নিহত হামিদুল ইসলাম দুইদিন অফিস ছুটির কারণে মোটরসাইকেল যোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ঘটনার পর আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

 

বা/খ: জই