ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টুইটার ব্যবহারকারী আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ: ইলন মাস্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 
নানা নাটকীয়তা শেষে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেয়ার পর প্রতিষ্ঠানটি একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। তবে মঙ্গলবার (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী ইলন মাস্কের দাবি, প্ল্যাটফর্মে ব্যবহারকারী আগের যেকোনো সময়ের চেয়ে বেশি লগ ইন করছেন।

এক টুইট বার্তায় মাস্ক বলেন, মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটের ব্যবহার সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। সার্ভার কখনো অদৃশ্য হয় না। আরেক টুইটে মাস্ক চলতি বছরের জুলাই থেকে বিশ্বব্যাপী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটার নগদীকরণযোগ্য দৈনিক সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধির গ্রাফ শেয়ার করেছেন।

ইলন মাস্ক টুইটার ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দাবি করলেও এমআইটি টেকনোলজি রিভিউয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে টুইটার ১০ লাখের বেশি অ্যাকাউন্ট হারিয়েছে।

অ্যান্টি-ডিসইনফরমেশন এবং বট ট্র্যাকার প্ল্যাটফর্ম বট সেন্টিনেলের প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার বাউজি বলেছেন, ‘আমরা লোকদের তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার এবং টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করার ক্ষেত্রে একটি বৃদ্ধি লক্ষ্য করেছি।’

প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ৩১ লাখ অ্যাকাউন্ট বিশ্লেষণ করে তার মধ্যে প্রায় ৮ লাখ ৭৭ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে এবং ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আরও ৪ লাখ ৯৭ হাজার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এটি স্বাভাবিক সংখ্যার দ্বিগুণের বেশি।

টুইটার সংশ্লিষ্টদের মতে, মাস্কের গণছাঁটাই অভিযানের পর টুইটারে বর্তমানে প্রায় ৩ হাজার ৭০০ কর্মী আছেন। আর এসব কর্মীর ওপর কাজের ব্যাপক চাপ পড়ছে। এমনকি কিছু কর্মী কাজ শেষ করে অফিসেই দিনরাত পার করছেন, ঘুমাচ্ছেনও অফিসেই।

নিউজটি শেয়ার করুন

টুইটার ব্যবহারকারী আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ: ইলন মাস্ক

আপডেট সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 
নানা নাটকীয়তা শেষে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেয়ার পর প্রতিষ্ঠানটি একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। তবে মঙ্গলবার (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী ইলন মাস্কের দাবি, প্ল্যাটফর্মে ব্যবহারকারী আগের যেকোনো সময়ের চেয়ে বেশি লগ ইন করছেন।

এক টুইট বার্তায় মাস্ক বলেন, মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটের ব্যবহার সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। সার্ভার কখনো অদৃশ্য হয় না। আরেক টুইটে মাস্ক চলতি বছরের জুলাই থেকে বিশ্বব্যাপী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটার নগদীকরণযোগ্য দৈনিক সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধির গ্রাফ শেয়ার করেছেন।

ইলন মাস্ক টুইটার ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দাবি করলেও এমআইটি টেকনোলজি রিভিউয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে টুইটার ১০ লাখের বেশি অ্যাকাউন্ট হারিয়েছে।

অ্যান্টি-ডিসইনফরমেশন এবং বট ট্র্যাকার প্ল্যাটফর্ম বট সেন্টিনেলের প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার বাউজি বলেছেন, ‘আমরা লোকদের তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার এবং টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করার ক্ষেত্রে একটি বৃদ্ধি লক্ষ্য করেছি।’

প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ৩১ লাখ অ্যাকাউন্ট বিশ্লেষণ করে তার মধ্যে প্রায় ৮ লাখ ৭৭ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে এবং ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আরও ৪ লাখ ৯৭ হাজার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এটি স্বাভাবিক সংখ্যার দ্বিগুণের বেশি।

টুইটার সংশ্লিষ্টদের মতে, মাস্কের গণছাঁটাই অভিযানের পর টুইটারে বর্তমানে প্রায় ৩ হাজার ৭০০ কর্মী আছেন। আর এসব কর্মীর ওপর কাজের ব্যাপক চাপ পড়ছে। এমনকি কিছু কর্মী কাজ শেষ করে অফিসেই দিনরাত পার করছেন, ঘুমাচ্ছেনও অফিসেই।