ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জনগণের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ-জিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কাজী মকবুল, গাজীপুর প্রতিনিধি :

জনগণের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। দুর্যোগে এ বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে পিছপা হননি। তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করেছে। তারা নিঃস্বার্থভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা তাদের কাছে চিরঋণী। দায়িত্ব পালনকালে তাঁরা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জিএমপি সদর থানা প্রঙ্গনে আয়োজিত “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম এসব কথা বলেন। আলোচনা সভার শুরুতে আত্মউৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জিএমপি কমিশনার আরো বলেন, আমরাও ভাবিনি তাদের পরিবারের সবচেয়ে ভালোবাসার মানুষটি এভাবে চলে যাবে। আমরা জানি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারানোর বেদনা কত কষ্টের, কত কঠিন। যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আছি। আমাদেরকে জানালেই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। নিহত পুলিশ সদস্যদের সন্তানেরা যাতে ভালো মানুষ হয়ে বড় হতে পারে সেদিকে সচেষ্ট থাকার আশা প্রকাশ করেন কমিশনার।

এদিন সকাল ১০ টায় জিএমপি সদর থানা প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে প্রয়াত পুলিশ সদস্যদের প্রতি জিএমপি কমিশনারসহ পুলিশ কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে নিহতদের পরিবারের সদস্যদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর দপ্তরের উপ-কমিশনার (ডিসি) ইলতুৎমিশের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-কমিশনার হাসিবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেলোয়ার হোসেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার রিয়াজুল হক, প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক তারাপদ শিকদারের ছেলে তাপস কুমার সিকাদর। পরে প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসিন্দা প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা এসব অনুষ্ঠনে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে জিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলামের সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এলাকায় আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন, পুলিশ পরিদর্শক তারাপদ শিকদার, উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, মিজানুর রহমান, সহকরাী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ মিরাজ হোসেন, কনস্টেবল আব্দুল কাইয়ুম এবং কৃষ্ণ কান্ত বর্মন। তারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে প্রতি বছর ১ মার্চ “পুলিশ মেমোরিয়াল ডে” পালন করা হয়।

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

জনগণের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ-জিএমপি কমিশনার

আপডেট সময় : ০৫:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
কাজী মকবুল, গাজীপুর প্রতিনিধি :

জনগণের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। দুর্যোগে এ বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে পিছপা হননি। তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করেছে। তারা নিঃস্বার্থভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা তাদের কাছে চিরঋণী। দায়িত্ব পালনকালে তাঁরা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জিএমপি সদর থানা প্রঙ্গনে আয়োজিত “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম এসব কথা বলেন। আলোচনা সভার শুরুতে আত্মউৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জিএমপি কমিশনার আরো বলেন, আমরাও ভাবিনি তাদের পরিবারের সবচেয়ে ভালোবাসার মানুষটি এভাবে চলে যাবে। আমরা জানি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারানোর বেদনা কত কষ্টের, কত কঠিন। যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আছি। আমাদেরকে জানালেই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। নিহত পুলিশ সদস্যদের সন্তানেরা যাতে ভালো মানুষ হয়ে বড় হতে পারে সেদিকে সচেষ্ট থাকার আশা প্রকাশ করেন কমিশনার।

এদিন সকাল ১০ টায় জিএমপি সদর থানা প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে প্রয়াত পুলিশ সদস্যদের প্রতি জিএমপি কমিশনারসহ পুলিশ কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে নিহতদের পরিবারের সদস্যদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর দপ্তরের উপ-কমিশনার (ডিসি) ইলতুৎমিশের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-কমিশনার হাসিবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেলোয়ার হোসেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার রিয়াজুল হক, প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক তারাপদ শিকদারের ছেলে তাপস কুমার সিকাদর। পরে প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসিন্দা প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা এসব অনুষ্ঠনে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে জিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলামের সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এলাকায় আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন, পুলিশ পরিদর্শক তারাপদ শিকদার, উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, মিজানুর রহমান, সহকরাী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ মিরাজ হোসেন, কনস্টেবল আব্দুল কাইয়ুম এবং কৃষ্ণ কান্ত বর্মন। তারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে প্রতি বছর ১ মার্চ “পুলিশ মেমোরিয়াল ডে” পালন করা হয়।

বা/খ: জই