ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মোতালেব আবু তালেবের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই : ইঞ্জি: আমিরুল ইসলাম

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ৪৭৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন নির্বাচনে ফের বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে, গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে মতই বহিরাগত সন্ত্রাসীদের বিচারণ দেখা যাচ্ছে। ইতি মধ্যে গঠন করা হয়েছে হিট স্কোয়াড টিম এতে নির্বাচন ব্যাহত করার লক্ষে বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে।
গত ১৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সুবর্ণসারা গ্রামে মোতালেবের বাড়িতে দিনদুপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে কুষ্টিয়ার চরমপন্থী সদস্য ফজলুশেখ দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনদিন পর মারা যান।ওই ঘটনার প্রধান আসামী মোতালেব গত চার মাস হলো ফেরার।
এর পর তার ভাই আবু তালেবও বড় ভাইয়ের পথে হাটেন। অজ্ঞাত কারণে  নিশ্চুপ থাকলেও হঠাৎ পুলিশ নরেচরে বসে। এর পর ডিবি পুলিশের অভিযানে শনিবার বিকালে গ্রেফতার করা হয় আবু তালেবকে। বোমা বিস্ফোরণের ঘটনার তিনিও সন্দেহভাজন আসামি। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরকে মারধরের ঘটনায় পুলিশ করা মামলার প্রধান  আসমিও তালেব। ফেরারী মোতালেবের পথ অনুসরণ করে তার সহোদর আবু তালেব ভাগিনা আমিরুল, রানাসহ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বেলকুচিতে হিট স্কোয়াড টিম গঠন করেছে।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম সরকারের সাথে হিট স্কোয়াড টিমের বিশেষ সখ্য নিয়ে উপজেলা জুড়ে  গুঞ্জন রয়েছে। হিট স্কোয়াড টিমের প্রভাব দেখিয়ে প্রার্থী আমিনুল ইসলাম বুধবার রাতে পুলিশের সামনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদি ফকির এবং তার দুই সমর্থককে পেটান। এই মামলায় আবু তালেব আসামি  হলেও ভাগ্নে আমিরুল বরাবরের মত এবারও ধরাছোঁয়ার বাইরে।
 এদিকে, থানা ঘেরাও মারধরের ঘটনা ভিডিওসহ লিখিত অভিযোগ ইসিতে জমা পড়লে প্রার্থী আমিনুল ইসলামকে জেলা নির্বাচন  অফিস থেকে শো’কজ করা হয়।
এ বিষয়ে বদিউজ্জামান বলেন, প্রার্থী আমিনুল এবারও বহিরাগত সন্ত্রাসী ভাড়া করেছেন। গত শুক্রবার রাতে সুবর্ণসারায় আমার নির্বাচনী প্রচার চলাকালে তারা অদুরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি দেখায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন,দ্বাদশ নির্বাচনের আগেও সন্ত্রাসীদের ভাড়া করে আনা হয়েছিল, এবার আমিনুল তার নির্বাচনের আগে সন্ত্রাসী ভাড়া করে এনে থানা ঘেরাও ও প্রতিপক্ষকে মারধোর করছে।
অভিযোগ অস্বীকার করে প্রার্থী আমিনুল বলেন, মোতালেব, আবু তালেব বা বহিরাগতদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বেলকুচির থানার ওসি আনিসুর রহমান বলেন, নির্বাচনের আগে বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশের বিষয়ে কোন প্রার্থী জানাননি। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা নজরদারি চালু রেখেছি।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

মোতালেব আবু তালেবের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই : ইঞ্জি: আমিরুল ইসলাম

আপডেট সময় : ০৬:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন নির্বাচনে ফের বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে, গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে মতই বহিরাগত সন্ত্রাসীদের বিচারণ দেখা যাচ্ছে। ইতি মধ্যে গঠন করা হয়েছে হিট স্কোয়াড টিম এতে নির্বাচন ব্যাহত করার লক্ষে বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে।
গত ১৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সুবর্ণসারা গ্রামে মোতালেবের বাড়িতে দিনদুপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে কুষ্টিয়ার চরমপন্থী সদস্য ফজলুশেখ দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনদিন পর মারা যান।ওই ঘটনার প্রধান আসামী মোতালেব গত চার মাস হলো ফেরার।
এর পর তার ভাই আবু তালেবও বড় ভাইয়ের পথে হাটেন। অজ্ঞাত কারণে  নিশ্চুপ থাকলেও হঠাৎ পুলিশ নরেচরে বসে। এর পর ডিবি পুলিশের অভিযানে শনিবার বিকালে গ্রেফতার করা হয় আবু তালেবকে। বোমা বিস্ফোরণের ঘটনার তিনিও সন্দেহভাজন আসামি। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরকে মারধরের ঘটনায় পুলিশ করা মামলার প্রধান  আসমিও তালেব। ফেরারী মোতালেবের পথ অনুসরণ করে তার সহোদর আবু তালেব ভাগিনা আমিরুল, রানাসহ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বেলকুচিতে হিট স্কোয়াড টিম গঠন করেছে।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম সরকারের সাথে হিট স্কোয়াড টিমের বিশেষ সখ্য নিয়ে উপজেলা জুড়ে  গুঞ্জন রয়েছে। হিট স্কোয়াড টিমের প্রভাব দেখিয়ে প্রার্থী আমিনুল ইসলাম বুধবার রাতে পুলিশের সামনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদি ফকির এবং তার দুই সমর্থককে পেটান। এই মামলায় আবু তালেব আসামি  হলেও ভাগ্নে আমিরুল বরাবরের মত এবারও ধরাছোঁয়ার বাইরে।
 এদিকে, থানা ঘেরাও মারধরের ঘটনা ভিডিওসহ লিখিত অভিযোগ ইসিতে জমা পড়লে প্রার্থী আমিনুল ইসলামকে জেলা নির্বাচন  অফিস থেকে শো’কজ করা হয়।
এ বিষয়ে বদিউজ্জামান বলেন, প্রার্থী আমিনুল এবারও বহিরাগত সন্ত্রাসী ভাড়া করেছেন। গত শুক্রবার রাতে সুবর্ণসারায় আমার নির্বাচনী প্রচার চলাকালে তারা অদুরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি দেখায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন,দ্বাদশ নির্বাচনের আগেও সন্ত্রাসীদের ভাড়া করে আনা হয়েছিল, এবার আমিনুল তার নির্বাচনের আগে সন্ত্রাসী ভাড়া করে এনে থানা ঘেরাও ও প্রতিপক্ষকে মারধোর করছে।
অভিযোগ অস্বীকার করে প্রার্থী আমিনুল বলেন, মোতালেব, আবু তালেব বা বহিরাগতদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বেলকুচির থানার ওসি আনিসুর রহমান বলেন, নির্বাচনের আগে বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশের বিষয়ে কোন প্রার্থী জানাননি। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা নজরদারি চালু রেখেছি।
বাখ//আর