ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গত ১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যায়নি: কৃষিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, গত ১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যায়নি, দুর্ভিক্ষেও মারা যাননি। গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে সরকার। বিদ্যুৎ দেয়ায় মানুষের আয় বেড়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, জনতার প্লাবনে দলটির নেতাকর্মীরা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। বিএনপির কয়েক জেলা মিলে সমাবেশে কিছু লোক দেখে আত্মহারা হওয়ার কিছু নেই। উত্তরার সমাবেশ দেখে যান। বিএনপির কিছু মিডিয়া, কিছু বুদ্ধিজীবী ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে, ভুল তথ্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, চুরির টাকা দিয়ে লন্ডনে ভোগবিলাস করা পলাতক দুর্নীতিবাজ তারেক রহমান স্বপ্ন দেখে দেশে ফেরার। এমন দুর্নীতিবাজ নেতাকে নিয়ে নাচবেন না। আপনাদের নেত্রী খালেদা জিয়াও দুর্নীতির দায়ে দণ্ডিত। বিএনপি একটি নেতৃত্বশূন্য দল।

আজকে দেশে যে সমস্যা (অর্থনৈতিক) দেখা দিয়েছে তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও কোভিডের কারণে। বাংলাদেশের উন্নয়ন দেখে সারাবিশ্ব বিস্মিত। উন্নয়ন ব্যাহত করতে আজ ষড়যন্ত্র চলছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

শান্তি সমাবেশে দলটির নেতারা বলেন, বিএনপির মিথ্যাচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

নেতারা বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো অপচেষ্টা রুখতে রাজপথে সক্রিয় থাকবেন তারা। পাশাপাশি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন সরকারের উন্নয়ন বার্তা।

দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি বলছে, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে আর ১১ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা জেগে উঠলে পালাবার পথ পাবে না তারা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা আজ জেগে উঠেছে। এ কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই। কারণ তারা প্রকাশ্য ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রতিদিন তারা বক্তব্য দিচ্ছেন। সে কারণে আমাদের নেতাকর্মীরা আজ জেগে উঠেছে, প্রতিবাদে ফেটে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

গত ১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যায়নি: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, গত ১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যায়নি, দুর্ভিক্ষেও মারা যাননি। গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে সরকার। বিদ্যুৎ দেয়ায় মানুষের আয় বেড়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, জনতার প্লাবনে দলটির নেতাকর্মীরা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। বিএনপির কয়েক জেলা মিলে সমাবেশে কিছু লোক দেখে আত্মহারা হওয়ার কিছু নেই। উত্তরার সমাবেশ দেখে যান। বিএনপির কিছু মিডিয়া, কিছু বুদ্ধিজীবী ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে, ভুল তথ্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, চুরির টাকা দিয়ে লন্ডনে ভোগবিলাস করা পলাতক দুর্নীতিবাজ তারেক রহমান স্বপ্ন দেখে দেশে ফেরার। এমন দুর্নীতিবাজ নেতাকে নিয়ে নাচবেন না। আপনাদের নেত্রী খালেদা জিয়াও দুর্নীতির দায়ে দণ্ডিত। বিএনপি একটি নেতৃত্বশূন্য দল।

আজকে দেশে যে সমস্যা (অর্থনৈতিক) দেখা দিয়েছে তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও কোভিডের কারণে। বাংলাদেশের উন্নয়ন দেখে সারাবিশ্ব বিস্মিত। উন্নয়ন ব্যাহত করতে আজ ষড়যন্ত্র চলছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

শান্তি সমাবেশে দলটির নেতারা বলেন, বিএনপির মিথ্যাচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

নেতারা বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো অপচেষ্টা রুখতে রাজপথে সক্রিয় থাকবেন তারা। পাশাপাশি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন সরকারের উন্নয়ন বার্তা।

দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি বলছে, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে আর ১১ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা জেগে উঠলে পালাবার পথ পাবে না তারা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা আজ জেগে উঠেছে। এ কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই। কারণ তারা প্রকাশ্য ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রতিদিন তারা বক্তব্য দিচ্ছেন। সে কারণে আমাদের নেতাকর্মীরা আজ জেগে উঠেছে, প্রতিবাদে ফেটে পড়েছে।