ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খাদ্য উৎপাদন বাড়াতে সব জমি চাষের আওতায় আনতে হবে : সমবায় প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

বৃহস্পতিবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ‘খাদ্য উৎপাদন বাড়াতে সব জমি চাষের আওতায় আনতে হবে। এটি করা হলে দেশে কোন খাদ্য সংকট দেখা দিবে না। ইতোমধ্যে জননেত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমি চাষের বাইরে না রাখার পরামর্শ দিয়েছেন। এতে করে বৈশ্বিক সংকটের মধ্যেও ভোগান্তিতে পড়তে হবে না। আর এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধিদের ভ’মিকা রাখতে হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী উপস্থিত ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। সরকার সর্বাত্মক চেষ্টা করছে, যাতে দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে পড়ে ভোগান্তিতে পোহাতে না হয়। এজন্য নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকলকে কাজ করতে হবে। দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে ।’

চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দেখভালের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর করে দেওয়া হয়েছে। সারাদেশে ৩৫ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়া হয়েছে। সরকারের এ পদক্ষেপের অংশ হিসেবে জনপ্রতিনিধিদেরও গৃহহীন ও ভূমিহীনদের সঠিক তালিকা তৈরি করতে হবে।’

ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ওসি শেখ মণিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ প্রমূখ।

সাধারন সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলার রোগ্রস্থ দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করেন।

বা/খ : এসআর।

নিউজটি শেয়ার করুন

খাদ্য উৎপাদন বাড়াতে সব জমি চাষের আওতায় আনতে হবে : সমবায় প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

বৃহস্পতিবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ‘খাদ্য উৎপাদন বাড়াতে সব জমি চাষের আওতায় আনতে হবে। এটি করা হলে দেশে কোন খাদ্য সংকট দেখা দিবে না। ইতোমধ্যে জননেত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমি চাষের বাইরে না রাখার পরামর্শ দিয়েছেন। এতে করে বৈশ্বিক সংকটের মধ্যেও ভোগান্তিতে পড়তে হবে না। আর এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধিদের ভ’মিকা রাখতে হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী উপস্থিত ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। সরকার সর্বাত্মক চেষ্টা করছে, যাতে দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে পড়ে ভোগান্তিতে পোহাতে না হয়। এজন্য নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকলকে কাজ করতে হবে। দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে ।’

চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দেখভালের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর করে দেওয়া হয়েছে। সারাদেশে ৩৫ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়া হয়েছে। সরকারের এ পদক্ষেপের অংশ হিসেবে জনপ্রতিনিধিদেরও গৃহহীন ও ভূমিহীনদের সঠিক তালিকা তৈরি করতে হবে।’

ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ওসি শেখ মণিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ প্রমূখ।

সাধারন সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলার রোগ্রস্থ দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করেন।

বা/খ : এসআর।