ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কৃষকদের নিয়ে কথা বলার কেউ নেই : লাকী আক্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :

‘আজ কৃষকদের নিয়ে কথা বলার মত কেউ নেই। আমরা যখন কৃষকদের নিয়ে কথা বলতে চাই। তখন আমাদের টুটি চেপে ধরা হয়। আমাদেরকে বলা হয়, ওই দেখো ডিজিটাল নিরাপত্তা আইন। বেশী কথা বলো না। অথচ দেখেন রাজনীতিতে আজকে কৃষি প্রশ্নটা নেই।’-কথা গুলো বলেছেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমটির সদস্য ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের কথা জেনেছেন। ব্যাপক ভাবে লটুপাটের কথা শুনেছেন। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তারা লোন পায় কোটি কোটি টাকা। তাদের সার্টিফিকেট লাগে না। ভোটার আইডি কার্ডটিও লাগে না। আর বাংলাদেশের কৃষক দ্বারে দ্বারে ঘোরে সে সামান্য টাকার ঋণ ঠিকমত পায় না।’

কৃষকদের নিয়ে কথা বলার কেউ নেই : লাকী আক্তার

সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি কাজী সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সিপিবির সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল।
চিতলমারী উপজেলা কৃষক সমিতির সভাপতি খান সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পংকজ রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃন্ময় মন্ডল, সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ বাদল, চিতলমারী উপজেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক সুখময় বিশ্বাস প্রমুখ।

সম্মেলনে গণ-সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাগেরহাট জেলা সংসদের সদস্য সচিব দাস কালিদাস ও তাঁর দল।

সম্মেলন শেষে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও তাৎক্ষণিকভাবে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

বা/খ : এসআর।

নিউজটি শেয়ার করুন

কৃষকদের নিয়ে কথা বলার কেউ নেই : লাকী আক্তার

আপডেট সময় : ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :

‘আজ কৃষকদের নিয়ে কথা বলার মত কেউ নেই। আমরা যখন কৃষকদের নিয়ে কথা বলতে চাই। তখন আমাদের টুটি চেপে ধরা হয়। আমাদেরকে বলা হয়, ওই দেখো ডিজিটাল নিরাপত্তা আইন। বেশী কথা বলো না। অথচ দেখেন রাজনীতিতে আজকে কৃষি প্রশ্নটা নেই।’-কথা গুলো বলেছেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমটির সদস্য ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের কথা জেনেছেন। ব্যাপক ভাবে লটুপাটের কথা শুনেছেন। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তারা লোন পায় কোটি কোটি টাকা। তাদের সার্টিফিকেট লাগে না। ভোটার আইডি কার্ডটিও লাগে না। আর বাংলাদেশের কৃষক দ্বারে দ্বারে ঘোরে সে সামান্য টাকার ঋণ ঠিকমত পায় না।’

কৃষকদের নিয়ে কথা বলার কেউ নেই : লাকী আক্তার

সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি কাজী সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সিপিবির সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল।
চিতলমারী উপজেলা কৃষক সমিতির সভাপতি খান সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পংকজ রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃন্ময় মন্ডল, সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ বাদল, চিতলমারী উপজেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক সুখময় বিশ্বাস প্রমুখ।

সম্মেলনে গণ-সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাগেরহাট জেলা সংসদের সদস্য সচিব দাস কালিদাস ও তাঁর দল।

সম্মেলন শেষে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও তাৎক্ষণিকভাবে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

বা/খ : এসআর।