ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত, চট্টগ্রাম-পায়রায় ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: গতি সঞ্চার করে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করেছে সরকার। পাশাপাশি চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে আজ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল রোববার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরের ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন হচ্ছে না৷ এটি অতিপ্রবল বা ভেরি সিভিয়ার সাইক্লোন ঘুর্ণিঝড়। প্রথমে আশঙ্কা করা হয়েছিল এটি সুপার সাইক্লোন হতে পারে। আমরা এখন পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে, এটা সুপার সাইক্লোন হওয়ার কোন সম্ভাবনা নেই।

‘কারণ সুপার সাইক্লোন হতে গেলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার থাকতে হবে। কিন্তু এখন বাতাসের গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এটাকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন হিসেবে অভিহিত করছি।’

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত, চট্টগ্রাম-পায়রায় ৮

আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: গতি সঞ্চার করে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করেছে সরকার। পাশাপাশি চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে আজ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল রোববার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরের ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন হচ্ছে না৷ এটি অতিপ্রবল বা ভেরি সিভিয়ার সাইক্লোন ঘুর্ণিঝড়। প্রথমে আশঙ্কা করা হয়েছিল এটি সুপার সাইক্লোন হতে পারে। আমরা এখন পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে, এটা সুপার সাইক্লোন হওয়ার কোন সম্ভাবনা নেই।

‘কারণ সুপার সাইক্লোন হতে গেলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার থাকতে হবে। কিন্তু এখন বাতাসের গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এটাকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন হিসেবে অভিহিত করছি।’