ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ওপেনিং জুটিতেই জয় বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / ৪৭৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোটর্স ডেস্ক : হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো বাংলাদেশ দল। সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট খেলায় স্বাগতিক বাংলাদেশ ১০ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। আগে ব্যাট করে আইরিশরা অলআউট হয় মাত্র ১০১ রানে। স্বাগতিক দলের ফাস্ট বোলার হাসান মাহমুদ ৫ উইকেট পান। জবাবে তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় নিয়ে বাংলাদেশ সিরিজ জিতলো।

সিলেটে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড, ভাগ্য বদলের জন্য। প্রথম দুই খেলায় আগে ফিল্ডিং নেয়ায় তাদের বিপক্ষে রানের পাহাড় গড়েছিলো বাংলাদেশ। তবে আগে ব্যাট করতে নেমেও সফরকারী দলের ভাগ্যে কোন পরিবর্তন আনতে পারেনি। খেলার শুরু থেকেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটসম্যানরা। সকাল থেকে সিলেটের আকাশে রোদ মেঘের লুকোচুরি খেলা চলেছে। আকাশের মেঘের মতোই আয়ারল্যােেন্ডর ব্যাটিং লাইন অন্ধকার থেকে বেরুতে পারেনি।

হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ এই তিন ফাস্ট বোলারের গতির আগুনে পুড়ে তছনছ হয়ে পড়ে আয়ারল্যান্ড দলের ব্যাটসম্যানরা। তৃতীয় খেলায় আয়ারল্যান্ড ব্যাটসম্যানদের উপর একটু বেশি আধিপত্য বিস্তার করেছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের সুইং আর গতিতে পরাস্ত হতে থাকেন অতিথি দলের একের পর এক ব্যাটসম্যান।

ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পান এই পেসার। এছাড়া তাসকিন আহমেদ ৩ ইবাদত হোসেন ২ উইকেট নিলে আয়ারল্যান্ড অলআউট হয় মাত্র ১০১ রানে। বাংলাদেশের তিন ফাস্ট বোলার মিলে পান ১০ উইকেট।

জবাবে তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ সহজ জয় পায়। অধিনায়ক তামিম ৪১ রানে অপরাজিত থাকলেও লিটন হাফ সেঞ্চুরি করেন। তাতে ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। এটি উইকেটের ব্যবধানে বাংলাদেশের বড় জয়।

ওয়ানডে শেষে আগামী ২৭ মার্চ থেকে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড ইনিংস :
ডোহেনি ক মুশফিক ব হাসান ৮
স্টার্লিং এলবিডব্লু ব হাসান ৭
বলবির্নি ক শান্ত ব তাসকিন ৬
টেক্টর এলবিডব্লু ব হাসান ০
টাকার এলবিডব্লু ব এবাদত ২৮
ক্যাম্পার ক তাসকিন ব হাসান ৩৬
ডকরেল বোল্ড ব এবাদত ০
ম্যাকব্রিন ক নাসুম ব তাসকিন ১
অ্যাডায়ার বোল্ড ব তাসকিন ০
হুম এলবিডব্লু ব হাসান ৩
হামফ্রেস অপরাজিত ৪
অতিরিক্ত (ও-৮) ৮
মোট (অলআউট, ২৮.১ ওভার) ১০১
উইকেট পতন : ১/১২ (ডোহেনি), ২/২২ (স্টার্লিং), ৩/২২ (টেক্টর), ৪/২৬ (বলবির্নি), ৫/৬৮ (টাকার), ৬/৬৮ (ডকরেল), ৭/৭৯ (ম্যাকব্রিন), ৮/৭৯ (অ্যাডায়ার), ৯/৯৬ (ক্যাম্পার), ১০/১০১ (হুম)।
বাংলাদেশ বোলিং :
হাসান : ৮.১-১-৩২-৫ (ও-১),
তাসকিন : ১০-১-২৬-৩ (ও-১),
এবাদত : ৬-০-২৯-২ (ও-২),
নাসুম : ৩-০-১১-০,
মিরাজ : ১-০-৩-০।
বাংলাদেশ ব্যাটিং ইনিংস :
তামিম অপরাজিত ৪১
লিটন অপরাজিত ৫০
অতিরিক্ত (লে বা-১ ও-১০) ১১
মোট (বিনা উইকেট, ১৩.১ ওভার) ১০২
আয়ারল্যান্ড বোলিং :
অ্যাডায়ার : ৩-০-২৯-০ (ও-৩),
হুম : ৩-০-১৫-০,
হামফ্রেস : ৪-০-৩৬-০ (ও-১),
ক্যাম্পার : ৩.১-১-২১-০ (ও-২)।
ফল : বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ওপেনিং জুটিতেই জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৯:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

স্পোটর্স ডেস্ক : হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো বাংলাদেশ দল। সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট খেলায় স্বাগতিক বাংলাদেশ ১০ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। আগে ব্যাট করে আইরিশরা অলআউট হয় মাত্র ১০১ রানে। স্বাগতিক দলের ফাস্ট বোলার হাসান মাহমুদ ৫ উইকেট পান। জবাবে তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় নিয়ে বাংলাদেশ সিরিজ জিতলো।

সিলেটে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড, ভাগ্য বদলের জন্য। প্রথম দুই খেলায় আগে ফিল্ডিং নেয়ায় তাদের বিপক্ষে রানের পাহাড় গড়েছিলো বাংলাদেশ। তবে আগে ব্যাট করতে নেমেও সফরকারী দলের ভাগ্যে কোন পরিবর্তন আনতে পারেনি। খেলার শুরু থেকেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটসম্যানরা। সকাল থেকে সিলেটের আকাশে রোদ মেঘের লুকোচুরি খেলা চলেছে। আকাশের মেঘের মতোই আয়ারল্যােেন্ডর ব্যাটিং লাইন অন্ধকার থেকে বেরুতে পারেনি।

হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ এই তিন ফাস্ট বোলারের গতির আগুনে পুড়ে তছনছ হয়ে পড়ে আয়ারল্যান্ড দলের ব্যাটসম্যানরা। তৃতীয় খেলায় আয়ারল্যান্ড ব্যাটসম্যানদের উপর একটু বেশি আধিপত্য বিস্তার করেছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের সুইং আর গতিতে পরাস্ত হতে থাকেন অতিথি দলের একের পর এক ব্যাটসম্যান।

ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পান এই পেসার। এছাড়া তাসকিন আহমেদ ৩ ইবাদত হোসেন ২ উইকেট নিলে আয়ারল্যান্ড অলআউট হয় মাত্র ১০১ রানে। বাংলাদেশের তিন ফাস্ট বোলার মিলে পান ১০ উইকেট।

জবাবে তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ সহজ জয় পায়। অধিনায়ক তামিম ৪১ রানে অপরাজিত থাকলেও লিটন হাফ সেঞ্চুরি করেন। তাতে ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। এটি উইকেটের ব্যবধানে বাংলাদেশের বড় জয়।

ওয়ানডে শেষে আগামী ২৭ মার্চ থেকে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড ইনিংস :
ডোহেনি ক মুশফিক ব হাসান ৮
স্টার্লিং এলবিডব্লু ব হাসান ৭
বলবির্নি ক শান্ত ব তাসকিন ৬
টেক্টর এলবিডব্লু ব হাসান ০
টাকার এলবিডব্লু ব এবাদত ২৮
ক্যাম্পার ক তাসকিন ব হাসান ৩৬
ডকরেল বোল্ড ব এবাদত ০
ম্যাকব্রিন ক নাসুম ব তাসকিন ১
অ্যাডায়ার বোল্ড ব তাসকিন ০
হুম এলবিডব্লু ব হাসান ৩
হামফ্রেস অপরাজিত ৪
অতিরিক্ত (ও-৮) ৮
মোট (অলআউট, ২৮.১ ওভার) ১০১
উইকেট পতন : ১/১২ (ডোহেনি), ২/২২ (স্টার্লিং), ৩/২২ (টেক্টর), ৪/২৬ (বলবির্নি), ৫/৬৮ (টাকার), ৬/৬৮ (ডকরেল), ৭/৭৯ (ম্যাকব্রিন), ৮/৭৯ (অ্যাডায়ার), ৯/৯৬ (ক্যাম্পার), ১০/১০১ (হুম)।
বাংলাদেশ বোলিং :
হাসান : ৮.১-১-৩২-৫ (ও-১),
তাসকিন : ১০-১-২৬-৩ (ও-১),
এবাদত : ৬-০-২৯-২ (ও-২),
নাসুম : ৩-০-১১-০,
মিরাজ : ১-০-৩-০।
বাংলাদেশ ব্যাটিং ইনিংস :
তামিম অপরাজিত ৪১
লিটন অপরাজিত ৫০
অতিরিক্ত (লে বা-১ ও-১০) ১১
মোট (বিনা উইকেট, ১৩.১ ওভার) ১০২
আয়ারল্যান্ড বোলিং :
অ্যাডায়ার : ৩-০-২৯-০ (ও-৩),
হুম : ৩-০-১৫-০,
হামফ্রেস : ৪-০-৩৬-০ (ও-১),
ক্যাম্পার : ৩.১-১-২১-০ (ও-২)।
ফল : বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ।