ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

উল্লাপাড়ায় ১০ কোটি টাকার পাট ও মালামাল আগুনে পুড়ে গেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৪৫২ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পাটের গুদাম

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সোমবার (৭ নভেম্বর) রাত দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি পাটের গুদামে রাখা প্রায় ১০ কোটি টাকার পাট ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ, সিরাজগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও এলাকাবাসী প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারনা করছেন।

এলাকাবাসী জানায়, সোমবার রাত দুইটার দিকে উপজেলার ঝিকিড়া পাটের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লেগে পাট ব্যবসায়ী মোঃ আসাদুল হক মন্ডল, মোঃ সোলাইমান হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রজব আলি, মোঃ আইয়ুব আলি, মোঃ ইউনুস আলি, মোঃ আব্দুর রউফ সরকার, রিপন কুমার সাহা ও সঞ্জয় কুমারের প্রায় ১০ কোটি টাকার পাট ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সারোয়ার খান জানান, আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে আরো ৫টি ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার পাট ও মালামাল পুড়ে যাওয়ায় পাট ব্যবসায়ীদের অবর্ণনীয় আর্থিক ক্ষতি হওয়ায় তাদের এ ক্ষতি পোষাতে তারা অর্থিক সহযোগীতার দাবী জানিয়েছে।

বা/খ: এসআর

 

নিউজটি শেয়ার করুন

উল্লাপাড়ায় ১০ কোটি টাকার পাট ও মালামাল আগুনে পুড়ে গেছে

আপডেট সময় : ০৩:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সোমবার (৭ নভেম্বর) রাত দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি পাটের গুদামে রাখা প্রায় ১০ কোটি টাকার পাট ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ, সিরাজগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও এলাকাবাসী প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারনা করছেন।

এলাকাবাসী জানায়, সোমবার রাত দুইটার দিকে উপজেলার ঝিকিড়া পাটের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লেগে পাট ব্যবসায়ী মোঃ আসাদুল হক মন্ডল, মোঃ সোলাইমান হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রজব আলি, মোঃ আইয়ুব আলি, মোঃ ইউনুস আলি, মোঃ আব্দুর রউফ সরকার, রিপন কুমার সাহা ও সঞ্জয় কুমারের প্রায় ১০ কোটি টাকার পাট ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সারোয়ার খান জানান, আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে আরো ৫টি ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার পাট ও মালামাল পুড়ে যাওয়ায় পাট ব্যবসায়ীদের অবর্ণনীয় আর্থিক ক্ষতি হওয়ায় তাদের এ ক্ষতি পোষাতে তারা অর্থিক সহযোগীতার দাবী জানিয়েছে।

বা/খ: এসআর