ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইমরান খান এনএবি হেফাজতে থাকতে পারেন ৪ থেকে ৫ দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে রাওয়ালপিন্ডি/ইসলামাবাদে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) আঞ্চলিক কার্যালয়ে রাখা হয়েছে। এনএবির হেফাজতে তিনি চার থেকে পাঁচ দিন থাকতে পারেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এনএবির এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।

এনএবির সূত্র ডনকে জানিয়েছে, আজ বুধবার ইমরানকে এনএবির আদালতে হাজির করা হবে। তারা ইমরানকে অন্তত চার থেকে পাঁচ দিন হেফাজতে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আইন অনুযায়ী আদালত কাউকে সর্বোচ্চ ১৪ দিন রিমাণ্ডের আদেশ দিতে পারেন। এনএবির সূত্র জানিয়েছে, তারা আদালতের কাছে সর্বোচ্চ রিমাণ্ডই চাইবে। তবে তারা আশা করছে, আদালত অন্তত ৪-৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করবেন।

ওই সূত্র ডনকে জানিয়েছে, তারা ইমরানের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। শুধুমাত্র অভিযোগের ব্যাপারে ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গতকাল মঙ্গলবার ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করে তার দল পিটিআই কর্মীরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোয়েটা শহরে একজন নিহত হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে পুলিশের ৬ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৪৩ বিক্ষোভকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ, পাঞ্জাবসহ কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ফেসবুক, টুইটার ও সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম। ইসলামাবাদ, লাহোর, করাচিসহ কয়েকটি শহরে রাস্তা অবরোধ ও গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

সেনানিবাসের বাইরেও বিক্ষোভ করে ইমরানের দলের কর্মীরা। ১৪৪ ধারা ভেঙে চলে আন্দোলন। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।

ইমরান খানের বোন রানি খানুম বলেন, ইমরানকে গ্রেপ্তার নয়, অপহরণ করা হয়েছে। পাকিস্তানের বিচারবিভাগ এই নিষ্ঠুরতা বন্ধ না করলে আন্দোলন আরও বাড়বে। ইমরানের সঙ্গে এমন হলে সাধারণ মানুষের সাথে কী হবে?

ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫০ বিলিয়ন রুপি বৈধ করতে এক রিয়েল এস্টেট ফার্ম ইমরান ও তার স্ত্রী বুশরাকে ঘুষ দেয়।

এদিকে বিক্ষোভ দমনের হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, ওই মামলায় একাধিক নোটিশের পরও আদালতে হাজির হননি পিটিআই শীর্ষ নেতা। দেশটির দুর্নীতি দমন সংস্থার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ইসলামাবাদ হাইকোর্টে গেলে ইমরানকে গ্রেপ্তার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। আদালতে যাওয়ার আগে ভিডিও বার্তায় গ্রেপ্তারের জন্য প্রস্তুত বলে জানান ইমরান।

ইমরান বলেন, ‘আদালতে বিপুলসংখ্যক রেঞ্জার ও পুলিশ মোতায়েন করে দেশের অর্থ অপচয়ের দরকার নেই। পরোয়ানা থাকলে সরাসরি এসে গ্রেপ্তার করুন। আমি জেলে যেতে প্রস্তুত।’

পিটিআই নেতাদের অভিযোগ, গ্রেপ্তারের সময় ইমরান খানকে নির্যাতনও করা হয়েছে। তিনি মাথায় ও পায়ে আঘাত পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইমরান খান এনএবি হেফাজতে থাকতে পারেন ৪ থেকে ৫ দিন

আপডেট সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে রাওয়ালপিন্ডি/ইসলামাবাদে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) আঞ্চলিক কার্যালয়ে রাখা হয়েছে। এনএবির হেফাজতে তিনি চার থেকে পাঁচ দিন থাকতে পারেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এনএবির এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।

এনএবির সূত্র ডনকে জানিয়েছে, আজ বুধবার ইমরানকে এনএবির আদালতে হাজির করা হবে। তারা ইমরানকে অন্তত চার থেকে পাঁচ দিন হেফাজতে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আইন অনুযায়ী আদালত কাউকে সর্বোচ্চ ১৪ দিন রিমাণ্ডের আদেশ দিতে পারেন। এনএবির সূত্র জানিয়েছে, তারা আদালতের কাছে সর্বোচ্চ রিমাণ্ডই চাইবে। তবে তারা আশা করছে, আদালত অন্তত ৪-৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করবেন।

ওই সূত্র ডনকে জানিয়েছে, তারা ইমরানের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। শুধুমাত্র অভিযোগের ব্যাপারে ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গতকাল মঙ্গলবার ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করে তার দল পিটিআই কর্মীরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোয়েটা শহরে একজন নিহত হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে পুলিশের ৬ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৪৩ বিক্ষোভকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ, পাঞ্জাবসহ কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ফেসবুক, টুইটার ও সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম। ইসলামাবাদ, লাহোর, করাচিসহ কয়েকটি শহরে রাস্তা অবরোধ ও গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

সেনানিবাসের বাইরেও বিক্ষোভ করে ইমরানের দলের কর্মীরা। ১৪৪ ধারা ভেঙে চলে আন্দোলন। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।

ইমরান খানের বোন রানি খানুম বলেন, ইমরানকে গ্রেপ্তার নয়, অপহরণ করা হয়েছে। পাকিস্তানের বিচারবিভাগ এই নিষ্ঠুরতা বন্ধ না করলে আন্দোলন আরও বাড়বে। ইমরানের সঙ্গে এমন হলে সাধারণ মানুষের সাথে কী হবে?

ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫০ বিলিয়ন রুপি বৈধ করতে এক রিয়েল এস্টেট ফার্ম ইমরান ও তার স্ত্রী বুশরাকে ঘুষ দেয়।

এদিকে বিক্ষোভ দমনের হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, ওই মামলায় একাধিক নোটিশের পরও আদালতে হাজির হননি পিটিআই শীর্ষ নেতা। দেশটির দুর্নীতি দমন সংস্থার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ইসলামাবাদ হাইকোর্টে গেলে ইমরানকে গ্রেপ্তার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। আদালতে যাওয়ার আগে ভিডিও বার্তায় গ্রেপ্তারের জন্য প্রস্তুত বলে জানান ইমরান।

ইমরান বলেন, ‘আদালতে বিপুলসংখ্যক রেঞ্জার ও পুলিশ মোতায়েন করে দেশের অর্থ অপচয়ের দরকার নেই। পরোয়ানা থাকলে সরাসরি এসে গ্রেপ্তার করুন। আমি জেলে যেতে প্রস্তুত।’

পিটিআই নেতাদের অভিযোগ, গ্রেপ্তারের সময় ইমরান খানকে নির্যাতনও করা হয়েছে। তিনি মাথায় ও পায়ে আঘাত পেয়েছেন।