ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আর্থিক অনিশ্চয়তার মুখে ‘সুইস ব্যাংক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ৪৮০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে সুইজারল্যান্ডের ব্যাংকিং জায়ান্ট ক্রেডিট সুইস। অর্থায়নের ধারা বজায় রাখতে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ঋণ নিচ্ছে বিশ্বখ্যাত ব্যাংকটি।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতন হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারমূল্য ২৪ শতাংশ কমে যায়। সৌদি আরবের বিনিয়োগকারীরা বাড়তি অর্থায়ন না করার কথা জানানোয় এমনটি হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বৃহস্পতিবার ক্রেডিট সুইস কর্তৃপক্ষ জানায়, অর্থায়নের ধারা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্কস (৫৪ বিলিয়ন ডলার) ঋণ নেওয়া হবে।

১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক ক্রেডিট সুইস। সাম্প্রতিক বছরগুলোতে অর্থপাচারসহ নানা অভিযোগের মুখে পড়েছে ব্যাংকটি। ২০০৮ সালের মন্দাপরবর্তী সবচেয়ে বাজে অবস্থায় চলে যায় ক্রেডিট সুইস। ব্যাংকটি ২০২৪ সাল নাগাদ আর লাভজনক হয়ে উঠতে পারবে না বলেও পূর্বাভাস রয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ করে দেয়। ব্যাংকটি বিশেষত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে ঋণ দিত। এর পরপরই বন্ধ হয়ে যায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক। এমন সময় ইউরোপের সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের এমন পরিস্থিতিকে বৈশ্বিক ব্যাংক খাতের জন্য আশংকাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আর্থিক অনিশ্চয়তার মুখে ‘সুইস ব্যাংক’

আপডেট সময় : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে সুইজারল্যান্ডের ব্যাংকিং জায়ান্ট ক্রেডিট সুইস। অর্থায়নের ধারা বজায় রাখতে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ঋণ নিচ্ছে বিশ্বখ্যাত ব্যাংকটি।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতন হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারমূল্য ২৪ শতাংশ কমে যায়। সৌদি আরবের বিনিয়োগকারীরা বাড়তি অর্থায়ন না করার কথা জানানোয় এমনটি হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বৃহস্পতিবার ক্রেডিট সুইস কর্তৃপক্ষ জানায়, অর্থায়নের ধারা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্কস (৫৪ বিলিয়ন ডলার) ঋণ নেওয়া হবে।

১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক ক্রেডিট সুইস। সাম্প্রতিক বছরগুলোতে অর্থপাচারসহ নানা অভিযোগের মুখে পড়েছে ব্যাংকটি। ২০০৮ সালের মন্দাপরবর্তী সবচেয়ে বাজে অবস্থায় চলে যায় ক্রেডিট সুইস। ব্যাংকটি ২০২৪ সাল নাগাদ আর লাভজনক হয়ে উঠতে পারবে না বলেও পূর্বাভাস রয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ করে দেয়। ব্যাংকটি বিশেষত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে ঋণ দিত। এর পরপরই বন্ধ হয়ে যায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক। এমন সময় ইউরোপের সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের এমন পরিস্থিতিকে বৈশ্বিক ব্যাংক খাতের জন্য আশংকাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।