ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আফগানিস্তানের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা, শ্রীলংকার সমতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: ব্যাটিং-বোলিং অলরাউন্ড নৈপুন্যে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায়। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পাওয়া আফগানরা তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামীকাল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে আফগানিস্তান। অন্য দিকে দ্বিতীয় ওয়ানডেতে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে সমতা লক্ষ্য শ্রীলংকার। হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১২টি চারে ৯৫ বলে ৯১ রান করেন আসালঙ্কা। ৫টি চারে ৫১ রান করেন ডি সিলভা। আফগানিস্তানের ফজলহক ফারুকি-ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহর জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী রেখেই জয়ের নিশ্চিত হয় আফগানিস্তানের। ওয়ানডেতে আট বারের দেখায় শ্রীলংকার বিপক্ষে তৃতীয় জয় পায় আফগানিস্তান।

আফগানিস্তানের হয়ে ১১টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৯৮ রান করেন ইব্রাহিম। ৩টি চারে ৫৫ রান করেন রহমত শাহ।
প্রথম ওয়ানডেতে দলের পারফরমেন্সে সন্তুস্ট আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি, ‘প্রথম ওয়ানডেতে দলের পারফরমেন্স ভালো হয়েছে। ম্যাচ জয়ী ইনিংস খেলেছে ইব্রাহিম। প্রতি ম্যাচেই সে উন্নতি করছে। আশা করবো, পরের ম্যাচে দলীয় পারফরমেন্স অব্যাহত থাকবে এবং আমরা সিরিজ নিশ্চিত করতে পারবো।’

এ দিকে, পিছিয়ে পড়লেও সিরিজে সমতা আনতে মরিয়া শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা, ‘প্রথম ম্যাচে টপ-অর্ডাররা জ্বলে উঠতে পারেনি। এখানেই আমরা পিছিয়ে পড়েছি। এটা তিনশ রানের উইকেট। কিন্তু আমরা তা করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে দল ঘুড়ে দাঁড়াবে এবং ভালো খেলবে। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে আমাদের।’

পিঠের ইনজুরির কারনে প্রথম ওয়ানডের মত দ্বিতীয়টিতেও দলের সেরা স্পিনার রশিদ খানকে পাচ্ছে না আফগানিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডেতে আটবারের মুখোমুখিতে ৪টিতে শ্রীলংকা এবং ৩টিতে জয় পেয়েছে আফগানিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারতেœ, দুশান হেমন্ত, হাসরাঙ্গা ডি সিলভা, লাহিরু কুমারা, দশুমন্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।

আফগানিস্তান দল : হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা, শ্রীলংকার সমতা

আপডেট সময় : ০৯:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

ক্রীড়া ডেস্ক: ব্যাটিং-বোলিং অলরাউন্ড নৈপুন্যে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায়। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পাওয়া আফগানরা তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামীকাল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে আফগানিস্তান। অন্য দিকে দ্বিতীয় ওয়ানডেতে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে সমতা লক্ষ্য শ্রীলংকার। হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১২টি চারে ৯৫ বলে ৯১ রান করেন আসালঙ্কা। ৫টি চারে ৫১ রান করেন ডি সিলভা। আফগানিস্তানের ফজলহক ফারুকি-ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহর জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী রেখেই জয়ের নিশ্চিত হয় আফগানিস্তানের। ওয়ানডেতে আট বারের দেখায় শ্রীলংকার বিপক্ষে তৃতীয় জয় পায় আফগানিস্তান।

আফগানিস্তানের হয়ে ১১টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৯৮ রান করেন ইব্রাহিম। ৩টি চারে ৫৫ রান করেন রহমত শাহ।
প্রথম ওয়ানডেতে দলের পারফরমেন্সে সন্তুস্ট আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি, ‘প্রথম ওয়ানডেতে দলের পারফরমেন্স ভালো হয়েছে। ম্যাচ জয়ী ইনিংস খেলেছে ইব্রাহিম। প্রতি ম্যাচেই সে উন্নতি করছে। আশা করবো, পরের ম্যাচে দলীয় পারফরমেন্স অব্যাহত থাকবে এবং আমরা সিরিজ নিশ্চিত করতে পারবো।’

এ দিকে, পিছিয়ে পড়লেও সিরিজে সমতা আনতে মরিয়া শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা, ‘প্রথম ম্যাচে টপ-অর্ডাররা জ্বলে উঠতে পারেনি। এখানেই আমরা পিছিয়ে পড়েছি। এটা তিনশ রানের উইকেট। কিন্তু আমরা তা করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে দল ঘুড়ে দাঁড়াবে এবং ভালো খেলবে। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে আমাদের।’

পিঠের ইনজুরির কারনে প্রথম ওয়ানডের মত দ্বিতীয়টিতেও দলের সেরা স্পিনার রশিদ খানকে পাচ্ছে না আফগানিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডেতে আটবারের মুখোমুখিতে ৪টিতে শ্রীলংকা এবং ৩টিতে জয় পেয়েছে আফগানিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারতেœ, দুশান হেমন্ত, হাসরাঙ্গা ডি সিলভা, লাহিরু কুমারা, দশুমন্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।

আফগানিস্তান দল : হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।