ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না : কৃষিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : 

বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় সরিষা ক্ষেত পরিদর্শন ও চাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। ফলে বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে কখনও ক্ষমতাচ্যুত করতে পারবে না। তারা দীর্ঘদিন সহিংসতা চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে মেরেছে। খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা না পালানো পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। ২০১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকারকে হটাতে পারেনি তারা। বরং মুখে কালি মেখে ঘরে ফিরেছেন খালেদা জিয়া।’

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ কিছুই হয়নি। তারেক রহমান চুরি করে লন্ডনে পালিয়ে আছে। ফলে আন্দোলন করে কোনও দিন সফল হবে না বিএনপি।

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার তেল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আগে এক বিঘা জমিতে এক থেকে দেড় মণ সরিষা উৎপাদন হতো। এখন বিঘাপ্রতি ছয়-সাত মণ সরিষা উৎপাদন হয়। তাও আবার কম সময়ে। প্রতি বছর ২০-২৫ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয় আমাদের। এখন ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে তেল উৎপাদনের তিন বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে আমদানি কমিয়ে ৪০ ভাগ তেল উৎপাদন করা যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোজ্যতেলের সংকট থাকবে না।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছে। আমরা দেশে সার ও ডিজেলের দাম কমিয়ে রেখে কৃষকের উন্নয়ন করেছি। কৃষক পর্যায়ে সার ও বীজ প্রদান করা হচ্ছে। আমরা শেখ হাসিনার মতো একজন নেত্রী পেয়েছি। যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে জাদুর ছোঁয়ায় এগিয়ে নিচ্ছি।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ভিক্ষুকের দেশ থেকে আমাদের সরকার উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। সেজন্য আপনাদের সমর্থন ও ভোট কামনা করি।

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না : কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

সাতক্ষীরা প্রতিনিধি : 

বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় সরিষা ক্ষেত পরিদর্শন ও চাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। ফলে বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে কখনও ক্ষমতাচ্যুত করতে পারবে না। তারা দীর্ঘদিন সহিংসতা চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে মেরেছে। খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা না পালানো পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। ২০১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকারকে হটাতে পারেনি তারা। বরং মুখে কালি মেখে ঘরে ফিরেছেন খালেদা জিয়া।’

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ কিছুই হয়নি। তারেক রহমান চুরি করে লন্ডনে পালিয়ে আছে। ফলে আন্দোলন করে কোনও দিন সফল হবে না বিএনপি।

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার তেল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আগে এক বিঘা জমিতে এক থেকে দেড় মণ সরিষা উৎপাদন হতো। এখন বিঘাপ্রতি ছয়-সাত মণ সরিষা উৎপাদন হয়। তাও আবার কম সময়ে। প্রতি বছর ২০-২৫ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয় আমাদের। এখন ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে তেল উৎপাদনের তিন বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে আমদানি কমিয়ে ৪০ ভাগ তেল উৎপাদন করা যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোজ্যতেলের সংকট থাকবে না।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছে। আমরা দেশে সার ও ডিজেলের দাম কমিয়ে রেখে কৃষকের উন্নয়ন করেছি। কৃষক পর্যায়ে সার ও বীজ প্রদান করা হচ্ছে। আমরা শেখ হাসিনার মতো একজন নেত্রী পেয়েছি। যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে জাদুর ছোঁয়ায় এগিয়ে নিচ্ছি।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ভিক্ষুকের দেশ থেকে আমাদের সরকার উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। সেজন্য আপনাদের সমর্থন ও ভোট কামনা করি।

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।