ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অষ্টগ্রামের ইউএনও হারুন-অর-রশিদের সফলতার এক বছর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ৬৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মো. নজরুল ইসলাম,  হাওরাঞ্চল প্রতিনিধি, (কিশোরগঞ্জ):
আজ থেকে ঠিক এক বছর আগে কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামে আলো ছড়াতে ২০২২ সালের ২ মার্চ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন ইউএনও মোঃ হারুন-অর-রশিদ। যোগদানের পরপরই জনপ্রিয়তা অর্জন করতে থাকেন তারকা খ্যাত এই ইউএনও। কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চলের অবহেলিত, দারিদ্র্যপীড়িত, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সবকিছুতেই পিছিয়ে থাকা একটি উপজেলা অষ্টগ্রাম। এই উপজেলার মানুষের দিকে একটু নজরদারি করতে এবং সকল সুযোগ-সুবিধাকে এই প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বার্থেই যেন সূদুর বাহরাইনের বাংলাদেশ দূতাবাস হতে অষ্টগ্রামে আগমন ঘটে ইউএনও হারুন-অর-রশিদের। ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তার নিজ জেলা হবিগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্নের পর পরবর্তীতে বৈদেশিক বৃত্তি নিয়ে সুইডেন ও জাপান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।
উপজেলায় যোগদানের পর থেকেই ধীরে ধীরে আগাতে থাকে ইউএনও হারুনের সকল কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য হল  অষ্টগ্রাম জিরো পয়েন্টে ‘l ❤️ Austagram’ নামে ল্যান্ডমার্ক স্থাপন যেটি অষ্টগ্রাম উপজেলাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এছাড়া ফেসবুক পোস্ট দেখে বিভিন্ন সমস্যা সমাধানের নিরলস প্রচেষ্টা, আকষ্মিক বিদ্যালয় পরিদর্শন করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোঁজ নেয়া, অষ্টগ্রাম উপজেলার সকল গৃহহীন ও ভূমিহীনদের বাছাই করে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পৌঁছে দিয়ে উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব প্রেরণ, অষ্টগ্রামকে কিশোরগঞ্জ জেলার প্রথম স্কাউট উপজেলা ঘোষণা, সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে আহত থাকা ৬ বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা, উপজেলার অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু পার্ক পুনরায় চালু করা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার ও শীতবস্ত্র পৌঁছে দেয়া, বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধ, নিজের হাতে আগাছা পরিষ্কার করে ‘ক্লিন অষ্টগ্রাম’ কার্যক্রমের সূচনা, ‘পর্যটনে অষ্টগ্রাম’ কার্যক্রমের ঘোষণা, অষ্টগ্রাম উপজেলা পাবলিক লাইব্রেরি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ, দীর্ঘদিন পর জমকালোভাবে অষ্টগ্রাম উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী আয়োজন, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন, কলেজ শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক কর্মশালার আয়োজন এবং সম্প্রতি উপজেলার ইতিহাসে প্রথমবারের মত ‘অমর একুশে বইমেলা’র আয়োজন করে আলোচিত হন এই কর্মকর্তা। এরই মাঝে নির্বাচিত হন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে।
মোবাইল কোর্ট, অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান, জুয়ার আসরে অভিযান, অফিস, উঠান বৈঠক, পুষ্টি মেলা, বিভিন্ন সভা সেমিনার, খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতেই ছিল নিয়মানুবর্তিতা। হাওরের অল ওয়েদার সড়ক নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের পর এর প্রতিবাদে ইউএনওর উদ্যোগে রাস্তায় নামে অষ্টগ্রামের সব ধরণের শ্রেণি-পেশার জনগণ।
বিভিন্ন সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশিদকে যেন কখনোই হারাতে চায় না অষ্টগ্রামবাসী। উপজেলার অনেকেই ফেসবুকসহ বিভিন্ন জায়গায় বলেছেন যে অষ্টগ্রামের উপজেলার ইতিহাসে সর্বশ্রেষ্ট ইউএনও মোঃ হারুন-অর-রশিদ।
ইউএনও’র কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলার সহকারী প্রোগ্রামার (আইসিটি) ও অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মো. আনোয়ার হুসেন বলেন, “আমার দেখা একজন মেধাবী ও শ্রেষ্ঠ একজন উপজেলা নির্বাহী অফিসার তিনি। আমি পাশে থেকে দেখেছি তিনি প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি বিশ্বাস করি অষ্টগ্রামবাসী তার অবদানের কথা কখনোই ভুলতে পারবে না৷ তার প্রত্যেকটা কাজ অষ্টগ্রামের মানুষকে জাগ্রত হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। এক বছরে পদর্পণ করায় স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

অষ্টগ্রামের ইউএনও হারুন-অর-রশিদের সফলতার এক বছর

আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
মো. নজরুল ইসলাম,  হাওরাঞ্চল প্রতিনিধি, (কিশোরগঞ্জ):
আজ থেকে ঠিক এক বছর আগে কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামে আলো ছড়াতে ২০২২ সালের ২ মার্চ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন ইউএনও মোঃ হারুন-অর-রশিদ। যোগদানের পরপরই জনপ্রিয়তা অর্জন করতে থাকেন তারকা খ্যাত এই ইউএনও। কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চলের অবহেলিত, দারিদ্র্যপীড়িত, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সবকিছুতেই পিছিয়ে থাকা একটি উপজেলা অষ্টগ্রাম। এই উপজেলার মানুষের দিকে একটু নজরদারি করতে এবং সকল সুযোগ-সুবিধাকে এই প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বার্থেই যেন সূদুর বাহরাইনের বাংলাদেশ দূতাবাস হতে অষ্টগ্রামে আগমন ঘটে ইউএনও হারুন-অর-রশিদের। ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তার নিজ জেলা হবিগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্নের পর পরবর্তীতে বৈদেশিক বৃত্তি নিয়ে সুইডেন ও জাপান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।
উপজেলায় যোগদানের পর থেকেই ধীরে ধীরে আগাতে থাকে ইউএনও হারুনের সকল কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য হল  অষ্টগ্রাম জিরো পয়েন্টে ‘l ❤️ Austagram’ নামে ল্যান্ডমার্ক স্থাপন যেটি অষ্টগ্রাম উপজেলাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এছাড়া ফেসবুক পোস্ট দেখে বিভিন্ন সমস্যা সমাধানের নিরলস প্রচেষ্টা, আকষ্মিক বিদ্যালয় পরিদর্শন করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোঁজ নেয়া, অষ্টগ্রাম উপজেলার সকল গৃহহীন ও ভূমিহীনদের বাছাই করে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পৌঁছে দিয়ে উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব প্রেরণ, অষ্টগ্রামকে কিশোরগঞ্জ জেলার প্রথম স্কাউট উপজেলা ঘোষণা, সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে আহত থাকা ৬ বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা, উপজেলার অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু পার্ক পুনরায় চালু করা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার ও শীতবস্ত্র পৌঁছে দেয়া, বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধ, নিজের হাতে আগাছা পরিষ্কার করে ‘ক্লিন অষ্টগ্রাম’ কার্যক্রমের সূচনা, ‘পর্যটনে অষ্টগ্রাম’ কার্যক্রমের ঘোষণা, অষ্টগ্রাম উপজেলা পাবলিক লাইব্রেরি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ, দীর্ঘদিন পর জমকালোভাবে অষ্টগ্রাম উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী আয়োজন, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন, কলেজ শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক কর্মশালার আয়োজন এবং সম্প্রতি উপজেলার ইতিহাসে প্রথমবারের মত ‘অমর একুশে বইমেলা’র আয়োজন করে আলোচিত হন এই কর্মকর্তা। এরই মাঝে নির্বাচিত হন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে।
মোবাইল কোর্ট, অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান, জুয়ার আসরে অভিযান, অফিস, উঠান বৈঠক, পুষ্টি মেলা, বিভিন্ন সভা সেমিনার, খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতেই ছিল নিয়মানুবর্তিতা। হাওরের অল ওয়েদার সড়ক নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের পর এর প্রতিবাদে ইউএনওর উদ্যোগে রাস্তায় নামে অষ্টগ্রামের সব ধরণের শ্রেণি-পেশার জনগণ।
বিভিন্ন সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশিদকে যেন কখনোই হারাতে চায় না অষ্টগ্রামবাসী। উপজেলার অনেকেই ফেসবুকসহ বিভিন্ন জায়গায় বলেছেন যে অষ্টগ্রামের উপজেলার ইতিহাসে সর্বশ্রেষ্ট ইউএনও মোঃ হারুন-অর-রশিদ।
ইউএনও’র কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলার সহকারী প্রোগ্রামার (আইসিটি) ও অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মো. আনোয়ার হুসেন বলেন, “আমার দেখা একজন মেধাবী ও শ্রেষ্ঠ একজন উপজেলা নির্বাহী অফিসার তিনি। আমি পাশে থেকে দেখেছি তিনি প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি বিশ্বাস করি অষ্টগ্রামবাসী তার অবদানের কথা কখনোই ভুলতে পারবে না৷ তার প্রত্যেকটা কাজ অষ্টগ্রামের মানুষকে জাগ্রত হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। এক বছরে পদর্পণ করায় স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
বা/খ: এসআর।