ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে সারা বছর: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৪৭৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সারাবছর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। শুক্রবার সকালে রাজধানীর উদয়ন স্কুল কেন্দ্রে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। যেসব হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হবে তা যেন বন্ধ থাকে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

সামন্ত লাল সেন জানান, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি মোট ৫৪৫ টি এবং বেসরকারি মোট এক হাজার ৪০৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্র ১২টি এবং ভেন্যু ২০টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ রয়েছে একটি; এ ছাড়া আটটি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। পরীক্ষা শুরুর এক মাস আগে থেকে পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এ বছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোনোকেন্দ্রেই কোনো নেতিবাচক কিছু ঘটার সুযোগ ঘটেনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমডিসি সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী প্রমুখ।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি সেন্টারে ২০টি ভেন্যুতে একযোগে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি ও বেসরকারি ১ হাজার ৪০৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৫০ হাজার ৭৯৫জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে সারা বছর: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সারাবছর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। শুক্রবার সকালে রাজধানীর উদয়ন স্কুল কেন্দ্রে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। যেসব হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হবে তা যেন বন্ধ থাকে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

সামন্ত লাল সেন জানান, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি মোট ৫৪৫ টি এবং বেসরকারি মোট এক হাজার ৪০৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্র ১২টি এবং ভেন্যু ২০টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ রয়েছে একটি; এ ছাড়া আটটি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। পরীক্ষা শুরুর এক মাস আগে থেকে পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এ বছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোনোকেন্দ্রেই কোনো নেতিবাচক কিছু ঘটার সুযোগ ঘটেনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমডিসি সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী প্রমুখ।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি সেন্টারে ২০টি ভেন্যুতে একযোগে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি ও বেসরকারি ১ হাজার ৪০৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৫০ হাজার ৭৯৫জন শিক্ষার্থী।