ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অবসরে যাচ্ছেন স্প্যানিশ রেফারি লাহোজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

স্প্যানিশ ক্লাব ফুটবল যারা নিয়মিত দেখেন, তাদের জন্য অ্যান্তনিও মাতেউ লাহোজ বেশ পরিচিত এক নাম। তবে বিশ্বকাপে এক ম্যাচ দিয়েই নিজের পরিচিতির গণ্ডিটা বহুগুণে বাড়িয়ে নিয়েছেন স্প্যানিশ এই রেফারি। বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষে লিওনেল মেসি তাকে রীতিমতো ‘অযোগ্য’ই বলে বসেছিলেন। সেই রেফারি ক্যারিয়ারের ইতি টানছেন এবার।

আর্জেন্টিনার সেই ম্যাচে লাহোজ ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন। মেসিসহ সেদিন হলুদ কার্ড দেখেন মার্কোস আকুনইয়া ও গনজালো মন্তিয়েল। যে কারণে দুই ফুলব্যাককে সেমিফাইনালে পায়নি আর্জেন্টিনা।

সেই ম্যাচে ফাউলের বাঁশিও বারবারই বাজিয়েছেন লাহোজ। যে কারণে ম্যাচের গতিতে বাঁধা এসেছে বারবার। সে কারণে মেসি ম্যাচ শেষে কোনো রকম রাখঢাক ছাড়াই তাকে ‘অযোগ্য’ বলে দিয়েছিলেন।

বলেছিলেন, ফিফার এই বিষয়ে ভাবা উচিত। আপনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারিকে দায়িত্ব দিতে পারেন না। তিনি যোগ্য নন। ম্যাচের আগেই আমরা ভয় পেয়েছিলাম। কারণ আমরা জানতাম, তার স্বভাব কেমন!

তাকে নিয়ে বিতর্ক সেখানেই থামেনি। সম্প্রতি লা লিগায় বার্সেলোনা খেলতে নেমেছিল এস্পানিয়লের বিরুদ্ধে। মেসির পুরনো ক্লাবের খেলাতেও দেখা গিয়েছিল মাতেউর কার্ডের মেলা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত কার্ড দেখিয়ে গিয়েছিলেন তিনি। হলুদ, লাল কিছুই বাদ যায়নি। এমনকি বাদ যাননি দলের কোচও। বার বার তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিল ফুটবলারদের। বার্সা ও এস্পানিয়ল মিলিয়ে মোট ১২জনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন মাতেউ। বার্সার জর্ডি আলবা ও এস্প্যানিয়লের ভিনিসিয়াস সুজাকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এস্পানিয়লের আর এক জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিলেন মাতেউ। কিন্তু ভারের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করেছিলেন তিনি। বার্সার কোচ জাভি ও রিজার্ভ বেঞ্চের ফুটবলার রাফিনহাকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি।

নিজের পরের ম্যাচে কোপা দেল রেতেও দেখা মিলেছে তার কার্ডের মেলার। লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে সেভিয়ার ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচের ১৫ মিনিটেই সেভিয়ার আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে লাল কার্ড দেখিয়ে বসেন তিনি।

লাহোজের বিরুদ্ধে অভিযোগটা বার্সা ও এস্প্যানিয়লের ম্যাচ শেষেই এসেছিল। অভিযোগটা করেছিলেন দুই ক্লাবের ফুটবলাররা। তা আমলে নিয়ে লা লিগা ও কোপা দেল রের ম্যাচে তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

তার পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লাহোজ। জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল।

ক্রীড়া সাংবাদিক গাটসল এডুলের বরাত দিয়ে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, এখন রেফারিং ক্যারিয়ারের থেকে অবসর নেয়ার ব্যাপারে ভাবছেন লাহোজ। এ ছাড়া অন্যান্য স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোজ তার বাঁশি তুলে রাখতে যাচ্ছেন। যদিও সেটা চলতি মৌসুম শেষে।

১৯৯৯ সালে স্পেনের চতুর্থ ডিভিশন টেরসেরায় রেফারি হিসেবে অভিষেক হয় লাহোজের। সেখানে ২০০২ সাল পর্যন্ত রেফারির দায়িত্ব পালনের পর স্পেনের তৃতীয় ডিভিশনের দায়িত্ব পান তিনি। ২০০৮ সালে লা লিগায় রেফারির দায়িত্ব পান লাহোজ। এরপর থেকে দীর্ঘ ১৬ বছর ধরে লা লিগায় রেফারিং করে যাচ্ছেন তিনি। ২০১১ সালে আন্তর্জাতিক রেফারির জন্য লাহোজের নাম ফিফা তালিকাভুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

অবসরে যাচ্ছেন স্প্যানিশ রেফারি লাহোজ!

আপডেট সময় : ০৪:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

স্প্যানিশ ক্লাব ফুটবল যারা নিয়মিত দেখেন, তাদের জন্য অ্যান্তনিও মাতেউ লাহোজ বেশ পরিচিত এক নাম। তবে বিশ্বকাপে এক ম্যাচ দিয়েই নিজের পরিচিতির গণ্ডিটা বহুগুণে বাড়িয়ে নিয়েছেন স্প্যানিশ এই রেফারি। বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষে লিওনেল মেসি তাকে রীতিমতো ‘অযোগ্য’ই বলে বসেছিলেন। সেই রেফারি ক্যারিয়ারের ইতি টানছেন এবার।

আর্জেন্টিনার সেই ম্যাচে লাহোজ ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন। মেসিসহ সেদিন হলুদ কার্ড দেখেন মার্কোস আকুনইয়া ও গনজালো মন্তিয়েল। যে কারণে দুই ফুলব্যাককে সেমিফাইনালে পায়নি আর্জেন্টিনা।

সেই ম্যাচে ফাউলের বাঁশিও বারবারই বাজিয়েছেন লাহোজ। যে কারণে ম্যাচের গতিতে বাঁধা এসেছে বারবার। সে কারণে মেসি ম্যাচ শেষে কোনো রকম রাখঢাক ছাড়াই তাকে ‘অযোগ্য’ বলে দিয়েছিলেন।

বলেছিলেন, ফিফার এই বিষয়ে ভাবা উচিত। আপনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারিকে দায়িত্ব দিতে পারেন না। তিনি যোগ্য নন। ম্যাচের আগেই আমরা ভয় পেয়েছিলাম। কারণ আমরা জানতাম, তার স্বভাব কেমন!

তাকে নিয়ে বিতর্ক সেখানেই থামেনি। সম্প্রতি লা লিগায় বার্সেলোনা খেলতে নেমেছিল এস্পানিয়লের বিরুদ্ধে। মেসির পুরনো ক্লাবের খেলাতেও দেখা গিয়েছিল মাতেউর কার্ডের মেলা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত কার্ড দেখিয়ে গিয়েছিলেন তিনি। হলুদ, লাল কিছুই বাদ যায়নি। এমনকি বাদ যাননি দলের কোচও। বার বার তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিল ফুটবলারদের। বার্সা ও এস্পানিয়ল মিলিয়ে মোট ১২জনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন মাতেউ। বার্সার জর্ডি আলবা ও এস্প্যানিয়লের ভিনিসিয়াস সুজাকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এস্পানিয়লের আর এক জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিলেন মাতেউ। কিন্তু ভারের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করেছিলেন তিনি। বার্সার কোচ জাভি ও রিজার্ভ বেঞ্চের ফুটবলার রাফিনহাকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি।

নিজের পরের ম্যাচে কোপা দেল রেতেও দেখা মিলেছে তার কার্ডের মেলার। লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে সেভিয়ার ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচের ১৫ মিনিটেই সেভিয়ার আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে লাল কার্ড দেখিয়ে বসেন তিনি।

লাহোজের বিরুদ্ধে অভিযোগটা বার্সা ও এস্প্যানিয়লের ম্যাচ শেষেই এসেছিল। অভিযোগটা করেছিলেন দুই ক্লাবের ফুটবলাররা। তা আমলে নিয়ে লা লিগা ও কোপা দেল রের ম্যাচে তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

তার পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লাহোজ। জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল।

ক্রীড়া সাংবাদিক গাটসল এডুলের বরাত দিয়ে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, এখন রেফারিং ক্যারিয়ারের থেকে অবসর নেয়ার ব্যাপারে ভাবছেন লাহোজ। এ ছাড়া অন্যান্য স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোজ তার বাঁশি তুলে রাখতে যাচ্ছেন। যদিও সেটা চলতি মৌসুম শেষে।

১৯৯৯ সালে স্পেনের চতুর্থ ডিভিশন টেরসেরায় রেফারি হিসেবে অভিষেক হয় লাহোজের। সেখানে ২০০২ সাল পর্যন্ত রেফারির দায়িত্ব পালনের পর স্পেনের তৃতীয় ডিভিশনের দায়িত্ব পান তিনি। ২০০৮ সালে লা লিগায় রেফারির দায়িত্ব পান লাহোজ। এরপর থেকে দীর্ঘ ১৬ বছর ধরে লা লিগায় রেফারিং করে যাচ্ছেন তিনি। ২০১১ সালে আন্তর্জাতিক রেফারির জন্য লাহোজের নাম ফিফা তালিকাভুক্ত করে।