ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিলেটে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ৪২৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি :
সিলেট নগরের আম্বরখানা বড়বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামাল খুন হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আ ফ ম কামাল নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক এবং সিলেট ল কলেজ ছাত্র সংসদের জিএস ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানান, রাতে ওই এলাকায় প্রাইভেটকারে বসা ছিলেন বিএনপি নেতা কামাল। এ সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, হত্যাকাণ্ডের শিকার এই বিএনপি নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে। তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান বলেন, কে বা কারা কামালকে ছুরিকাঘাত করেছে তা আমরা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড কি না, তাও নিশ্চিত নই।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

আপডেট সময় : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

সিলেট প্রতিনিধি :
সিলেট নগরের আম্বরখানা বড়বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামাল খুন হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আ ফ ম কামাল নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক এবং সিলেট ল কলেজ ছাত্র সংসদের জিএস ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানান, রাতে ওই এলাকায় প্রাইভেটকারে বসা ছিলেন বিএনপি নেতা কামাল। এ সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, হত্যাকাণ্ডের শিকার এই বিএনপি নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে। তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান বলেন, কে বা কারা কামালকে ছুরিকাঘাত করেছে তা আমরা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড কি না, তাও নিশ্চিত নই।