ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডিসেম্বরে শেষ হবে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও লাইনের কাজ : এমএএন সিদ্দিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও লাইনের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এমএএন সিদ্দিক বলেন, সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর কর্তৃপক্ষ ট্রায়াল রান শুরু করবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আপডেট তথ্য উপস্থাপন করব। এটি জনসাধারণের জন্য কবে উন্মুক্ত করা হবে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন।

এদিকে দিনরাত এক করে চলছে মেট্রোরেলের কাজ। প্রথম যাত্রায় নয়টি স্টেশনের সব কটির কাজ প্রায় শেষ। চলছে ভেতরের কাজ। প্রথম তিনটি স্টেশনে সাইনেজ বাদে বাকি সবই পুরোপুরি তৈরি। বসেছে টিকিট বুথও।

আর যে ১০টি ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে মেট্রোরেল, দিনরাত চলছে তার সমন্বিত ট্রায়াল রান। সব শেষ পরীক্ষামূলক চলাচলও হবে এ মাসেই। কর্তৃপক্ষ বলছে, ১৫ দিন সময় নিয়ে সেই পাট চুকিয়ে ফেলবেন তারা।

পাশাপাশি শুরুর আগেই প্রকল্পের জন্য আলাদা আইলশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রায় সাড়ে তিনশ সদস্য চাওয়া হয়েছে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, এক বছরের পরিচালন ব্যয়ের জন্য দরকার এক হাজার কোটি টাকা। সরকারের সংশ্লিষ্ট দফতরে সেই অর্থের জন্য আবেদনও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে শেষ হবে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও লাইনের কাজ : এমএএন সিদ্দিক

আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও লাইনের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এমএএন সিদ্দিক বলেন, সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর কর্তৃপক্ষ ট্রায়াল রান শুরু করবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আপডেট তথ্য উপস্থাপন করব। এটি জনসাধারণের জন্য কবে উন্মুক্ত করা হবে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন।

এদিকে দিনরাত এক করে চলছে মেট্রোরেলের কাজ। প্রথম যাত্রায় নয়টি স্টেশনের সব কটির কাজ প্রায় শেষ। চলছে ভেতরের কাজ। প্রথম তিনটি স্টেশনে সাইনেজ বাদে বাকি সবই পুরোপুরি তৈরি। বসেছে টিকিট বুথও।

আর যে ১০টি ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে মেট্রোরেল, দিনরাত চলছে তার সমন্বিত ট্রায়াল রান। সব শেষ পরীক্ষামূলক চলাচলও হবে এ মাসেই। কর্তৃপক্ষ বলছে, ১৫ দিন সময় নিয়ে সেই পাট চুকিয়ে ফেলবেন তারা।

পাশাপাশি শুরুর আগেই প্রকল্পের জন্য আলাদা আইলশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রায় সাড়ে তিনশ সদস্য চাওয়া হয়েছে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, এক বছরের পরিচালন ব্যয়ের জন্য দরকার এক হাজার কোটি টাকা। সরকারের সংশ্লিষ্ট দফতরে সেই অর্থের জন্য আবেদনও করা হয়েছে।