ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয়: র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে জানিয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে পেয়েছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি, এটা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে র‌্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত আছে। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং রাজউকের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক মানুষ আহত হন। এদের মধ্যে ৭০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। বার্ণ ইউনিটের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

বিস্ফোরণের ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয়: র‌্যাব

আপডেট সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে জানিয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে পেয়েছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি, এটা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে র‌্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত আছে। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং রাজউকের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক মানুষ আহত হন। এদের মধ্যে ৭০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। বার্ণ ইউনিটের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

বিস্ফোরণের ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।