ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৩৩ বছর পর লিগ শিরোপা জিতলো নাপোলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইতালিয়ান লিগের শিরোপা ঘরে তুলেছে নাপোলি। বৃহস্পতিবার (চৌঠা মে) রাতে উদিনেসের মাঠে ১-১ ড্র করে নাপোলি। এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল লুসিয়ানো স্পাল্লেত্তির দল।

৩৩ বছর আগে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। সেবার ডিয়াগো ম্যারাডোনার হাত ধরে এসেছিল শিরোপা। এর তিন দশকের বেশি সময় পর আবার শিরোপা স্বাদ পেল দলটি।

মঞ্চটা প্রস্তুতই ছিল আগেই, দীর্ঘায়িত হচ্ছিল শুধু উৎসবের অপেক্ষাটুকু। ড্র করলেই শিরোপা উঠতো নাপোলির হাতে। তবে শুরুটা নাপোলির জন্য ছিল শঙ্কা জাগানিয়া। ত্রয়োদশ মিনিটেই গোল হজম করে বসে তারা। উদোগির ছোট পাস বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন সান্দি লোভরিচ। রেফারি ভিএআর চেক করলেও বদলায়নি সিদ্ধান্ত।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতায় ফেরে নাপোলি। গোলরক্ষক মার্কো সিলভেস্ত্রি কর্নার ফেরালেও বল গিয়ে পড়ে ভিক্টর ওসিমহেনের পায়ে। জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ পর্যন্ত এটাই ছিল স্কোর। তাতেই আনন্দে ফেটে পড়ে নাপোলির সমর্থকরা।

ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে আওয়াজ উঠে ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন।’ উদিনেসের দাসিয়া স্টেডিয়াম ছাড়িয়ে এই ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। নেপলসের রাস্তায় নেমে আসে হাজার হাজার লোক। বাজি ফুটিয়ে, গলা ফাটিয়ে উৎসবে শামিল হয় তারা।

আর্জেন্টাইন কিংবদন্তির হাত ধরেই ১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। প্রায় তিন যুগ পর ওসিমহেনরা তাদের ফিরিয়ে দিলেন সেই সুখস্মৃতি।

নিউজটি শেয়ার করুন

৩৩ বছর পর লিগ শিরোপা জিতলো নাপোলি

আপডেট সময় : ০১:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইতালিয়ান লিগের শিরোপা ঘরে তুলেছে নাপোলি। বৃহস্পতিবার (চৌঠা মে) রাতে উদিনেসের মাঠে ১-১ ড্র করে নাপোলি। এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল লুসিয়ানো স্পাল্লেত্তির দল।

৩৩ বছর আগে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। সেবার ডিয়াগো ম্যারাডোনার হাত ধরে এসেছিল শিরোপা। এর তিন দশকের বেশি সময় পর আবার শিরোপা স্বাদ পেল দলটি।

মঞ্চটা প্রস্তুতই ছিল আগেই, দীর্ঘায়িত হচ্ছিল শুধু উৎসবের অপেক্ষাটুকু। ড্র করলেই শিরোপা উঠতো নাপোলির হাতে। তবে শুরুটা নাপোলির জন্য ছিল শঙ্কা জাগানিয়া। ত্রয়োদশ মিনিটেই গোল হজম করে বসে তারা। উদোগির ছোট পাস বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন সান্দি লোভরিচ। রেফারি ভিএআর চেক করলেও বদলায়নি সিদ্ধান্ত।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতায় ফেরে নাপোলি। গোলরক্ষক মার্কো সিলভেস্ত্রি কর্নার ফেরালেও বল গিয়ে পড়ে ভিক্টর ওসিমহেনের পায়ে। জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ পর্যন্ত এটাই ছিল স্কোর। তাতেই আনন্দে ফেটে পড়ে নাপোলির সমর্থকরা।

ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে আওয়াজ উঠে ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন।’ উদিনেসের দাসিয়া স্টেডিয়াম ছাড়িয়ে এই ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। নেপলসের রাস্তায় নেমে আসে হাজার হাজার লোক। বাজি ফুটিয়ে, গলা ফাটিয়ে উৎসবে শামিল হয় তারা।

আর্জেন্টাইন কিংবদন্তির হাত ধরেই ১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। প্রায় তিন যুগ পর ওসিমহেনরা তাদের ফিরিয়ে দিলেন সেই সুখস্মৃতি।