ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৮ বছর পর বিরল রেকর্ডের সাক্ষী প্রিমিয়ার লিগ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫১৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন দৃশ্য দু’বারই দেখা গেছে। একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে তিনজন খেলোয়াড় করেছেন হ্যাটট্রিক। ফুলহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, বার্নলির বিপক্ষে টটেনহ্যামের অধিনায়ক সন হিউং-মিন ও ব্রাইটনের ইভান ফার্গুসন নিউক্যাসলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। তাদের হ্যাটট্রিকে ভর করে প্রতিটি দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এর আগে ১৯৯৫ সালের ২৩ সেপ্টেম্বরে এমন দৃশ্য দেখা গিয়েছিল। হ্যাটট্রিক করা সেই ফুটবলাররা হলেন রবি ফাওলার, অ্যালান শিয়েরার ও টনি ইয়েবোয়াহ। তবে কাকতালীয়ভাবে ২৮ বছর আগে ও পরে একই মাসে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। তবে বদলেছে দল ও খেলোয়াড়দের নাম।

শনিবার (২ সেপ্টেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের মুখোমুখি হয়েছিল গত মৌসুমের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। সে ম্যাচে উয়েফার বর্ষসেরা ফুটবলার আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে ৫-১ গোলে জয় পায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ৫৮, ৭০ ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এছাড়া সিটির বড় জয়ে বাকি দুই গোল জুলিয়ান আলভারেজ ও নাথান অ্যাকের।

দিনের আরেক ম্যাচে বার্নলির মাঠে তাদের নিয়েই ছেলেখেলা করেছে টটেনহ্যাম। হ্যারিকেইন স্পার্সদের ছেড়ে বায়ার্নে যোগ দিলে দলটির দায়িত্ব তুলে দেয়া হয় দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের হাতে। এদিন বার্নলির বিপক্ষে হ্যাটট্রিক করে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন আনজে পস্তেকগ্লুর দলকে। ম্যাচের ১৬, ৬৩ ও ৬৬ মিনিটে আরও হ্যাটট্রিক পূর্ণ করেন টটেনহ্যাম অধিনায়ক।

প্রিমিয়ার লিগে বাকি হ্যাটট্রিকটি ইভান ফার্গুসনের। ১৮ বছর বয়সী আইরিশ ফরোয়ার্ডের হ্যাটট্রিকে নিজেদের মাঠে ব্রাইটন হারিয়ে দিয়েছে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া নিউক্যাসল ইউনাইটেডকে।

এদিন ২৭ মিনিটে ফার্গুসনের গোলে এগিয়ে যায় ব্রাইটন। এরপর ৬৬ ও ৭০ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ফার্গুসন। ফার্গুসন প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন। ১৮ বছর ৩১৮ দিন বয়সে হ্যাটট্রিক করেন এই আইরিশম্যান। ১৮ বছর ৬২ দিন বয়সে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগের ইতিহাসে কনিষ্ঠতম হ্যাটট্রিকম্যান মাইকেল ওয়েন। লিভারপুলের হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১৯৯৮ সালের অক্টোবরে এই হ্যাটট্রিক করেছিলেন ওয়েন।

নিউজটি শেয়ার করুন

২৮ বছর পর বিরল রেকর্ডের সাক্ষী প্রিমিয়ার লিগ

আপডেট সময় : ১২:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন দৃশ্য দু’বারই দেখা গেছে। একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে তিনজন খেলোয়াড় করেছেন হ্যাটট্রিক। ফুলহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, বার্নলির বিপক্ষে টটেনহ্যামের অধিনায়ক সন হিউং-মিন ও ব্রাইটনের ইভান ফার্গুসন নিউক্যাসলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। তাদের হ্যাটট্রিকে ভর করে প্রতিটি দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এর আগে ১৯৯৫ সালের ২৩ সেপ্টেম্বরে এমন দৃশ্য দেখা গিয়েছিল। হ্যাটট্রিক করা সেই ফুটবলাররা হলেন রবি ফাওলার, অ্যালান শিয়েরার ও টনি ইয়েবোয়াহ। তবে কাকতালীয়ভাবে ২৮ বছর আগে ও পরে একই মাসে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। তবে বদলেছে দল ও খেলোয়াড়দের নাম।

শনিবার (২ সেপ্টেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের মুখোমুখি হয়েছিল গত মৌসুমের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। সে ম্যাচে উয়েফার বর্ষসেরা ফুটবলার আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে ৫-১ গোলে জয় পায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ৫৮, ৭০ ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এছাড়া সিটির বড় জয়ে বাকি দুই গোল জুলিয়ান আলভারেজ ও নাথান অ্যাকের।

দিনের আরেক ম্যাচে বার্নলির মাঠে তাদের নিয়েই ছেলেখেলা করেছে টটেনহ্যাম। হ্যারিকেইন স্পার্সদের ছেড়ে বায়ার্নে যোগ দিলে দলটির দায়িত্ব তুলে দেয়া হয় দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের হাতে। এদিন বার্নলির বিপক্ষে হ্যাটট্রিক করে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন আনজে পস্তেকগ্লুর দলকে। ম্যাচের ১৬, ৬৩ ও ৬৬ মিনিটে আরও হ্যাটট্রিক পূর্ণ করেন টটেনহ্যাম অধিনায়ক।

প্রিমিয়ার লিগে বাকি হ্যাটট্রিকটি ইভান ফার্গুসনের। ১৮ বছর বয়সী আইরিশ ফরোয়ার্ডের হ্যাটট্রিকে নিজেদের মাঠে ব্রাইটন হারিয়ে দিয়েছে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া নিউক্যাসল ইউনাইটেডকে।

এদিন ২৭ মিনিটে ফার্গুসনের গোলে এগিয়ে যায় ব্রাইটন। এরপর ৬৬ ও ৭০ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ফার্গুসন। ফার্গুসন প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন। ১৮ বছর ৩১৮ দিন বয়সে হ্যাটট্রিক করেন এই আইরিশম্যান। ১৮ বছর ৬২ দিন বয়সে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগের ইতিহাসে কনিষ্ঠতম হ্যাটট্রিকম্যান মাইকেল ওয়েন। লিভারপুলের হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১৯৯৮ সালের অক্টোবরে এই হ্যাটট্রিক করেছিলেন ওয়েন।