ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হরিয়ানায় মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ৫৩৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দু অধিকার পরিষদ মুসলিম ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছে। এছাড়া স্থানীয় মুসলিমদের গ্রাম ছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে। ভারতের হরিয়ানা রাজ্যে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর এ ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরা

গত ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের একটি মিছিলে হামলা চালায় নুহ জেলার মুসলিমরা। এরপরই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই নিরাপত্তাকর্মীসহ ছয় জন নিহত হয়।

এ ঘটনার রেশ পার্শ্ববর্তী জেলাতেও ছড়িয়ে পড়ে। গুরুগ্রামে একটি মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ওই মসজিদের ইমাম মুহাম্মাদ সাদ (২২) মারা যান।

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, পুলিশ এ ঘটনায় ৩১২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ১০৬ জনকে আটকে রাখা হয়েছে।

সহিংসতার পর বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। গত ২ আগস্ট নুহতে হিন্দু সংগঠনের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুসলিমদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ওই সমাবেশে কোনো হিন্দু ব্যবসায়ীর সঙ্গে মুসলিম কোনো ব্যক্তি কাজ করে থাকলে তাকে বহিষ্কার করার আহ্বান জানানো হয়। এছাড়া তাদেরকে একঘরে করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই জেলায় যদি কোনো মুসলিম দোকানদারকে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে যা ঘটবে তার জন্য কেউ দায়ী থাকবে না। এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে আইনজীবী শাহরুখ আলম মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের আরোপের বিপক্ষে অবস্থান নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

তিনি বলেন, হিন্দু সংগঠনের এমন আচরণ মেনে নেওয়ার মতো না। কারণ তারা যেভাবে ভাবছেন তাতে মনে হচ্ছে এখানে মুসলিমদের বাস করার কোনো অধিকার নেই। যা ভারতীয় সংবিধানের লঙ্ঘন।

তিনি আরও বলেন, পুলিশ হিন্দুদের সভাসমাবেশে প্রায়ই অংশ নিচ্ছেন। এর ফলে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘিত হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে ভারতের সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে কেউ ঘৃণাজনিত বক্তব্য দিলে তা নথিভূক্ত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

হরিয়ানায় মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ঘোষণা

আপডেট সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

হিন্দু অধিকার পরিষদ মুসলিম ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছে। এছাড়া স্থানীয় মুসলিমদের গ্রাম ছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে। ভারতের হরিয়ানা রাজ্যে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর এ ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরা

গত ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের একটি মিছিলে হামলা চালায় নুহ জেলার মুসলিমরা। এরপরই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই নিরাপত্তাকর্মীসহ ছয় জন নিহত হয়।

এ ঘটনার রেশ পার্শ্ববর্তী জেলাতেও ছড়িয়ে পড়ে। গুরুগ্রামে একটি মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ওই মসজিদের ইমাম মুহাম্মাদ সাদ (২২) মারা যান।

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, পুলিশ এ ঘটনায় ৩১২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ১০৬ জনকে আটকে রাখা হয়েছে।

সহিংসতার পর বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। গত ২ আগস্ট নুহতে হিন্দু সংগঠনের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুসলিমদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ওই সমাবেশে কোনো হিন্দু ব্যবসায়ীর সঙ্গে মুসলিম কোনো ব্যক্তি কাজ করে থাকলে তাকে বহিষ্কার করার আহ্বান জানানো হয়। এছাড়া তাদেরকে একঘরে করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই জেলায় যদি কোনো মুসলিম দোকানদারকে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে যা ঘটবে তার জন্য কেউ দায়ী থাকবে না। এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে আইনজীবী শাহরুখ আলম মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের আরোপের বিপক্ষে অবস্থান নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

তিনি বলেন, হিন্দু সংগঠনের এমন আচরণ মেনে নেওয়ার মতো না। কারণ তারা যেভাবে ভাবছেন তাতে মনে হচ্ছে এখানে মুসলিমদের বাস করার কোনো অধিকার নেই। যা ভারতীয় সংবিধানের লঙ্ঘন।

তিনি আরও বলেন, পুলিশ হিন্দুদের সভাসমাবেশে প্রায়ই অংশ নিচ্ছেন। এর ফলে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘিত হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে ভারতের সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে কেউ ঘৃণাজনিত বক্তব্য দিলে তা নথিভূক্ত করতে হবে।