ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্বস্তির সুবাতাস মায়ামি শিবিরে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫২৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যাশভিলের বিপক্ষে গত ম্যাচে গোল করতে পারেননি মেসি। করাতেও পারেননি। ইন্টার মায়ামিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ঠিক পরের ম্যাচেই আবারও স্বরূপে মেসি। গোল করতে পারেননি ঠিকই, কিন্তু জোড়া গোল করিয়েছেন। আর তাতেই মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন দল লস অ্যাঞ্জেলস এফসি বশ মেনেছে, হেরেছে ৩-১ গোলে। এই জয়ে প্লে অফে যাওয়ার লড়াইয়ে একটু স্বস্তির সুবাতাস মায়ামি শিবিরে।

গত ম্যাচে ড্র করার পর এ ম্যাচে যে শুরু থেকেই মেসি খেলবেন, জানিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো। শুরু থেকেই দলকে নিজের মতো করে খেলিয়েছেন মেসি।

ম্যাচের মূল একাদশে ছিলেন না মায়ামির দুই স্ট্রাইকার লিওনার্দো কাম্পানিয়া ও জোসেফ মার্তিনেজ। সুযোগ পেয়েছিলেন ফাকুন্দো ফারিয়াস। কোচের সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা বোঝাতে মাত্র ১৪ মিনিট সময় নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিমো আভিলেসের থ্রো থেকে দুর্দান্ত গোল করে মায়ামিকে এগিয়ে দেন তিনি।

এরপরেই শুরু হয় ‘মেসি শো’। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে এগিয়ে যাওয়া লেফটব্যাক আলবার উদ্দেশ্যে বল বাড়ান মেসি, সেটা জালে জড়াতে বেগ পেতে হয়নি বার্সেলোনার সাবেক এই লেফটব্যাককে। ৮৩ মিনিটে ডি-বক্সের মাঝে মেসি বল বাড়িয়ে দেন কাম্পানিয়ার উদ্দেশ্যে। ব্যবধান ৩-০ হয় সে শটেই। ম্যাচের একদম শেষ মূহুর্তে আর্সেনালের সাবেক মেক্সিকান ফরোয়ার্ড কার্লোস ভেলার সহায়তায় সান্ত্বনাসূচক গোল করেন রায়ান হোলিংশেড।

লিগে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ১৪ তম অবস্থানে আছে মায়ামি।

নিউজটি শেয়ার করুন

স্বস্তির সুবাতাস মায়ামি শিবিরে

আপডেট সময় : ০১:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

ন্যাশভিলের বিপক্ষে গত ম্যাচে গোল করতে পারেননি মেসি। করাতেও পারেননি। ইন্টার মায়ামিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ঠিক পরের ম্যাচেই আবারও স্বরূপে মেসি। গোল করতে পারেননি ঠিকই, কিন্তু জোড়া গোল করিয়েছেন। আর তাতেই মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন দল লস অ্যাঞ্জেলস এফসি বশ মেনেছে, হেরেছে ৩-১ গোলে। এই জয়ে প্লে অফে যাওয়ার লড়াইয়ে একটু স্বস্তির সুবাতাস মায়ামি শিবিরে।

গত ম্যাচে ড্র করার পর এ ম্যাচে যে শুরু থেকেই মেসি খেলবেন, জানিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো। শুরু থেকেই দলকে নিজের মতো করে খেলিয়েছেন মেসি।

ম্যাচের মূল একাদশে ছিলেন না মায়ামির দুই স্ট্রাইকার লিওনার্দো কাম্পানিয়া ও জোসেফ মার্তিনেজ। সুযোগ পেয়েছিলেন ফাকুন্দো ফারিয়াস। কোচের সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা বোঝাতে মাত্র ১৪ মিনিট সময় নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিমো আভিলেসের থ্রো থেকে দুর্দান্ত গোল করে মায়ামিকে এগিয়ে দেন তিনি।

এরপরেই শুরু হয় ‘মেসি শো’। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে এগিয়ে যাওয়া লেফটব্যাক আলবার উদ্দেশ্যে বল বাড়ান মেসি, সেটা জালে জড়াতে বেগ পেতে হয়নি বার্সেলোনার সাবেক এই লেফটব্যাককে। ৮৩ মিনিটে ডি-বক্সের মাঝে মেসি বল বাড়িয়ে দেন কাম্পানিয়ার উদ্দেশ্যে। ব্যবধান ৩-০ হয় সে শটেই। ম্যাচের একদম শেষ মূহুর্তে আর্সেনালের সাবেক মেক্সিকান ফরোয়ার্ড কার্লোস ভেলার সহায়তায় সান্ত্বনাসূচক গোল করেন রায়ান হোলিংশেড।

লিগে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ১৪ তম অবস্থানে আছে মায়ামি।