ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিন্ডিকেটের কারণেই ভোজ্য তেলের দাম অনিয়ন্ত্রিত: সিপিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: সীমিত সংখ্যক আমদানিকারকদের সিন্ডিকেটের কারণেই ভোজ্য তেলের দাম অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এমন দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক সৈয়দ গোলাম মোয়াজ্জেম বলেন, দাম কমালেও তার সুফল পায় না সাধারণ ক্রেতারা। এদিকে, বাজারে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে নতুন দাম নিয়ে উৎকণ্ঠায় ক্রেতা ও খুচরা বিক্রেতারা।

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বব্যাপী রাতারাতি বেড়ে যায় ভোজ্য তেলের দাম। এর আগ থেকেই দেশে ভোজ্য তেল আমদানিতে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হতো আমদানিকারকদের। রোজার আগে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়, গেলো ৩০ এপ্রিল থেকে আবারও পুরো ভ্যাট পুনর্বহাল করে ট্যারিফ কমিশন, ফলে আবারও ক্রেতা সাধারণের মরার উপর খাড়ার ঘা’র উপলক্ষ, বোতলজাত তেলে লিটারে ১২ টাকা বেড়ে নতুন দাম ১৯৯ ।

বাজারে এখনও আগের দামে আনা তেলই বিক্রি হওয়ায় নতুন দাম কার্যকর হতে আরও সপ্তাহখানেক লাগতে পারে, জানালেন বিক্রেতারা, নতুন দাম নিয়ে অসন্তোষ ক্রেতা-বিক্রেতা দু’পক্ষের মাঝেই।

সিপিডির গবেষণা পরিচালক সৈয়দ গোলাম মোয়াজ্জেম বললেন, দেশে সয়াবিন তেল আমদানি করছে হাতে- গোনা কয়েকটি প্রতিষ্ঠান। আমদানি থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছতে দামের বিষয়টি নির্ধারণ করে থাকে এসব প্রতিষ্ঠানই।

সয়াবিন তেল আমদানিতে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি দেশে ভোজ্য তেলের উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

সিন্ডিকেটের কারণেই ভোজ্য তেলের দাম অনিয়ন্ত্রিত: সিপিডি

আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: সীমিত সংখ্যক আমদানিকারকদের সিন্ডিকেটের কারণেই ভোজ্য তেলের দাম অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এমন দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক সৈয়দ গোলাম মোয়াজ্জেম বলেন, দাম কমালেও তার সুফল পায় না সাধারণ ক্রেতারা। এদিকে, বাজারে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে নতুন দাম নিয়ে উৎকণ্ঠায় ক্রেতা ও খুচরা বিক্রেতারা।

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বব্যাপী রাতারাতি বেড়ে যায় ভোজ্য তেলের দাম। এর আগ থেকেই দেশে ভোজ্য তেল আমদানিতে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হতো আমদানিকারকদের। রোজার আগে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়, গেলো ৩০ এপ্রিল থেকে আবারও পুরো ভ্যাট পুনর্বহাল করে ট্যারিফ কমিশন, ফলে আবারও ক্রেতা সাধারণের মরার উপর খাড়ার ঘা’র উপলক্ষ, বোতলজাত তেলে লিটারে ১২ টাকা বেড়ে নতুন দাম ১৯৯ ।

বাজারে এখনও আগের দামে আনা তেলই বিক্রি হওয়ায় নতুন দাম কার্যকর হতে আরও সপ্তাহখানেক লাগতে পারে, জানালেন বিক্রেতারা, নতুন দাম নিয়ে অসন্তোষ ক্রেতা-বিক্রেতা দু’পক্ষের মাঝেই।

সিপিডির গবেষণা পরিচালক সৈয়দ গোলাম মোয়াজ্জেম বললেন, দেশে সয়াবিন তেল আমদানি করছে হাতে- গোনা কয়েকটি প্রতিষ্ঠান। আমদানি থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছতে দামের বিষয়টি নির্ধারণ করে থাকে এসব প্রতিষ্ঠানই।

সয়াবিন তেল আমদানিতে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি দেশে ভোজ্য তেলের উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।