ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো : তাজুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৪৫৯ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

ডেঙ্গু মোকাবিলায় মেয়রদের চিরুনি অভিযানসহ নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সরকার ডেঙ্গু মোকাবিলার জন্য কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে৷ মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এবছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডেঙ্গুর অবস্থা বেদনাদায়ক কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনও অনেক ভালো।

আজ শনিবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় জনগণকে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথপ্রদর্শক। শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয়, সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে। উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে ৷ তিনি কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত কাউন্সিলরদের উদ্দেশে বলেন, আমরা আইনের মধ্যে থেকে কাজ করবো। দুর্নীতিমুক্ত ও সততার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো : তাজুল ইসলাম

আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

ডেঙ্গু মোকাবিলায় মেয়রদের চিরুনি অভিযানসহ নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সরকার ডেঙ্গু মোকাবিলার জন্য কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে৷ মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এবছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডেঙ্গুর অবস্থা বেদনাদায়ক কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনও অনেক ভালো।

আজ শনিবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় জনগণকে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথপ্রদর্শক। শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয়, সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে। উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে ৷ তিনি কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত কাউন্সিলরদের উদ্দেশে বলেন, আমরা আইনের মধ্যে থেকে কাজ করবো। দুর্নীতিমুক্ত ও সততার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।