ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘সিগন্যালের ভুলে’ উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২৯৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৯৫ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত সহস্রাধিক। প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, সিগন্যাল ভুলের কারণেই হয়েছে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে এ তথ্য জানিয়েছে তারা।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানায়, ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিস্তারিত তদন্তের পরে দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে। সরকারিভাবে উদ্ধারকাজ শেষ বলে ঘোষণা করলেও বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে লাইনচ্যুত ট্রেনগুলোর বগি। আগামী মঙ্গলবারের আগে রেল যোগাযোগ স্বাভাবিক হবে না বলেও জানিয়েছে রেলওয়ে বিভাগ।

এ ঘটনায় আহত সহস্রাধিক যাত্রীর ৬০-এর বেশি প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়েছেন হাসপাতাল। দুর্ঘটনায় প্রাণ হারানোদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত ২৯৫ যাত্রীর ৩১ জন পশ্চিমবঙ্গের বলে নিশ্চিত করেছে রাজ্য রেল দফতর।

শতাধিক নিহতের পরিচয় নিশ্চিত করা গেলেও বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। শনিবার প্রাণহানির সংখ্যা নিয়ে প্রকাশ্যেই মতবিরোধ হতে দেখা যায় বর্তমান রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে। ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

ভারতের ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা।

এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। গুরুতর আহতদের ২ লাখ ও সামান্য আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে। নিহতদের স্মরণে শোক ও শ্রদ্ধা জানানো হয় দেশটির বিভিন্ন স্থানে।

নিউজটি শেয়ার করুন

‘সিগন্যালের ভুলে’ উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২৯৫

আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৯৫ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত সহস্রাধিক। প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, সিগন্যাল ভুলের কারণেই হয়েছে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে এ তথ্য জানিয়েছে তারা।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানায়, ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিস্তারিত তদন্তের পরে দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে। সরকারিভাবে উদ্ধারকাজ শেষ বলে ঘোষণা করলেও বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে লাইনচ্যুত ট্রেনগুলোর বগি। আগামী মঙ্গলবারের আগে রেল যোগাযোগ স্বাভাবিক হবে না বলেও জানিয়েছে রেলওয়ে বিভাগ।

এ ঘটনায় আহত সহস্রাধিক যাত্রীর ৬০-এর বেশি প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়েছেন হাসপাতাল। দুর্ঘটনায় প্রাণ হারানোদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত ২৯৫ যাত্রীর ৩১ জন পশ্চিমবঙ্গের বলে নিশ্চিত করেছে রাজ্য রেল দফতর।

শতাধিক নিহতের পরিচয় নিশ্চিত করা গেলেও বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। শনিবার প্রাণহানির সংখ্যা নিয়ে প্রকাশ্যেই মতবিরোধ হতে দেখা যায় বর্তমান রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে। ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

ভারতের ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা।

এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। গুরুতর আহতদের ২ লাখ ও সামান্য আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে। নিহতদের স্মরণে শোক ও শ্রদ্ধা জানানো হয় দেশটির বিভিন্ন স্থানে।