ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সারাদেশে চলমান দাবদাহ আরও বাড়বে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: গরমের সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলার পরিমাণ বেড়ে মানুষের কষ্ট আর দুর্ভোগ আরও বাড়ছে। সারাদেশে চলমান দাবদাহ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের ৯০ শতাংশ এলাকাজুড়ে বয়ে যাওয়া তাপদাহ আরও ৭ দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। বৃষ্টি হতে পারে আগামী ২০ এপ্রিলের পর। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ছয় দিন ধরে তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকালের তুলনায় আজ তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২০ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ডিমলায় ১৯ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৭-৮ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ তাপমাত্রা আরো বাড়বে বলে জানানো হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, যদিও বৃষ্টি হয়, তাহলে সেটা ২০ তারিখের পর হতে পারে। সেই পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। আমরা বলেছি, আগামী ৭দিন তাপপ্রবাহ থাকবে।

এছাড়া কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী খুলনা, ফরিদপুর, মাদারীপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ১৪ থেক ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর জেলার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আর অন্যান্য জেলার তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে চলমান দাবদাহ আরও বাড়বে

আপডেট সময় : ০১:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক: গরমের সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলার পরিমাণ বেড়ে মানুষের কষ্ট আর দুর্ভোগ আরও বাড়ছে। সারাদেশে চলমান দাবদাহ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের ৯০ শতাংশ এলাকাজুড়ে বয়ে যাওয়া তাপদাহ আরও ৭ দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। বৃষ্টি হতে পারে আগামী ২০ এপ্রিলের পর। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ছয় দিন ধরে তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকালের তুলনায় আজ তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২০ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ডিমলায় ১৯ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৭-৮ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ তাপমাত্রা আরো বাড়বে বলে জানানো হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, যদিও বৃষ্টি হয়, তাহলে সেটা ২০ তারিখের পর হতে পারে। সেই পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। আমরা বলেছি, আগামী ৭দিন তাপপ্রবাহ থাকবে।

এছাড়া কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী খুলনা, ফরিদপুর, মাদারীপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ১৪ থেক ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর জেলার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আর অন্যান্য জেলার তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।