ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সায়েন্স ল্যাবে বিস্ফোরণে ৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা হক।

বিস্ফোরণে নিহতরা হলেন: নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১)। রাজবাড়ী সদর উপজেলার ধুলদী গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আবদুল মান্নান (৬৩)।

এর আগে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী।

ময়নাতদন্ত শেষে ঢামেক মর্গে গোসল করিয়ে সাদা (কাফন) কাপড় পড়িয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা জানিয়েছেন, তাদের আপন ঠিকানায় (কবরস্থান) নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাযা পড়িয়ে দাফন করা হবে।

রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহত তিনজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. শফিউজ্জামান শেখের মরদেহ বুঝে নেন তার বড় ভাই মহিউদ্দিন। তিনি বলেন, রাজবাড়ি সদর লক্ষিপুর গ্রামের বাড়িতে দাফন দেওয়া হবে। সেখানে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

আব্দুল মান্নান খলিফা’র মরদেহ বুঝে নেন তার বড় ছেলে মোছাদ্দেক হোসেন আশিক। তিনি জানান, তার (আব্দুল মান্নানের) মরদেহ আজিমপুর কবরস্থানে তার বোনের (মৃতের মেয়ের) কবরের পাশে দাফন করা হবে।

সাদেকুর রহমান তুষারের মরদেহ বুঝে নেন তার বড় ভাই শফিকুর রহমান বিপ্লব। তিনি জানিয়েছেন, নরসিংদী বেলাবো উপজেলার ভর্দশ্বর গ্রামের বাড়ি দাফন করা হবে।

আহতদের মধ্যে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে আরও ৪ জনকে। তাদের মধ্যে আইসিইউতে আছেন একজন।

এদিকে গতকালের মতো আজও দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না সেখানে। হতাহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

সায়েন্স ল্যাবে বিস্ফোরণে ৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা হক।

বিস্ফোরণে নিহতরা হলেন: নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১)। রাজবাড়ী সদর উপজেলার ধুলদী গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আবদুল মান্নান (৬৩)।

এর আগে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী।

ময়নাতদন্ত শেষে ঢামেক মর্গে গোসল করিয়ে সাদা (কাফন) কাপড় পড়িয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা জানিয়েছেন, তাদের আপন ঠিকানায় (কবরস্থান) নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাযা পড়িয়ে দাফন করা হবে।

রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহত তিনজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. শফিউজ্জামান শেখের মরদেহ বুঝে নেন তার বড় ভাই মহিউদ্দিন। তিনি বলেন, রাজবাড়ি সদর লক্ষিপুর গ্রামের বাড়িতে দাফন দেওয়া হবে। সেখানে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

আব্দুল মান্নান খলিফা’র মরদেহ বুঝে নেন তার বড় ছেলে মোছাদ্দেক হোসেন আশিক। তিনি জানান, তার (আব্দুল মান্নানের) মরদেহ আজিমপুর কবরস্থানে তার বোনের (মৃতের মেয়ের) কবরের পাশে দাফন করা হবে।

সাদেকুর রহমান তুষারের মরদেহ বুঝে নেন তার বড় ভাই শফিকুর রহমান বিপ্লব। তিনি জানিয়েছেন, নরসিংদী বেলাবো উপজেলার ভর্দশ্বর গ্রামের বাড়ি দাফন করা হবে।

আহতদের মধ্যে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে আরও ৪ জনকে। তাদের মধ্যে আইসিইউতে আছেন একজন।

এদিকে গতকালের মতো আজও দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না সেখানে। হতাহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।