ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সায়েন্সল্যাব এলাকার বিধ্বস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (৬ মার্চ) ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে।

এদিন সকাল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনটির চারপাশে নিরাপত্তায় রয়েছেন পুলিশ সদস্যরা। বেলা ১টার পর ভবনের সামনের সড়ক জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটি ভেঙে ফেলা হবে কি না সে বিষয়ে রাজউক এবং সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ভবনে যেসব দোকান রয়েছে সেসব দোকান মালিকদের তালিকা করা হচ্ছে। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ সেহেতু তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি শফিকুল গণি সাবু।

রোববার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে শিরিন ভবনের তিনতলায়। এতে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

সায়েন্সল্যাব এলাকার বিধ্বস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা

আপডেট সময় : ০৪:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (৬ মার্চ) ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে।

এদিন সকাল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনটির চারপাশে নিরাপত্তায় রয়েছেন পুলিশ সদস্যরা। বেলা ১টার পর ভবনের সামনের সড়ক জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটি ভেঙে ফেলা হবে কি না সে বিষয়ে রাজউক এবং সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ভবনে যেসব দোকান রয়েছে সেসব দোকান মালিকদের তালিকা করা হচ্ছে। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ সেহেতু তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি শফিকুল গণি সাবু।

রোববার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে শিরিন ভবনের তিনতলায়। এতে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।