ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে বরিশালের বড় সংগ্রহ ১৭৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

এবারের বিপিএলে ফরচুন বরিশালের প্রথম ম্যাচেই ৩২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। মাঝে একটি ইনিংস খারাপ গেলেও ফের সাকিব আল হাসানকে দেখা গেলো বিধ্বংসী চেহারায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৫ বলে সাকিব খেলেছেন ৮১ রানের ইনিংস। অধিনায়কের যে ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুুন বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৮ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

৪৫ বলে ৮ চার ও ৪ ছয়ে সাজানো ইনিংসটিতে ৮১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। বিপিএলে এটি তার দ্বিতীয় ক্যারিয়ার সেরা ইনিংস। ২০১২ সালে প্রথম আসরের ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অপরাজিত ৮৬ রান করেছিলেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আশা জাগিয়েও দ্রুতই আউট হন মেহেদী মিরাজ। দলীয় ২৬ রানে ৯ বলে ৬ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে আসেন চতুরঙ্গ ডি সিলভা। এনামুল বিজয়কে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

দলীয় ৫০ রানে ১২ বলে ২১ রান করে আউট হন চতুরঙ্গ ডি সিলভা। এরপর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর দলীয় ৭২ রানে ফের উইকেট হারায় বরিশাল। ২০ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান বিজয়।

বিজয়ের বিদায়ের পর ক্রিজে আসা ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সাকিব। তবে দলীয় ১২২ রানে ২০ বলে ২৭ রান করে আউট হন ইব্রাহিম জাদরান। একদিকে উইকেট হারালেও অন্যপ্রান্তে নিজের সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব আল হাসান।

ফিফটির পর কুমিল্লার বোলারদের ওপর আরও চড়াও হয়ে খেলতে থাকেন সাকিব। তবে দলীয় ১৬০ রানে পর পর দুই উইকেট হারায় বরিশাল। ৮ বলে ৫ রান করে ইফতিখারের বিদায়ের পরে ক্রিজে এসেই পরের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।

সাকিব ৪৫ বলে ৮১ ও কানাত করিম ৪ বলে ৬ রকান করে অপরাজিত থাকেন। কুমিল্লার পক্ষে স্পিনার তানভির ইসলাম ৪টি, নাইম ও খুশদিল নেন ১টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে বরিশালের বড় সংগ্রহ ১৭৭

আপডেট সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

এবারের বিপিএলে ফরচুন বরিশালের প্রথম ম্যাচেই ৩২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। মাঝে একটি ইনিংস খারাপ গেলেও ফের সাকিব আল হাসানকে দেখা গেলো বিধ্বংসী চেহারায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৫ বলে সাকিব খেলেছেন ৮১ রানের ইনিংস। অধিনায়কের যে ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুুন বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৮ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

৪৫ বলে ৮ চার ও ৪ ছয়ে সাজানো ইনিংসটিতে ৮১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। বিপিএলে এটি তার দ্বিতীয় ক্যারিয়ার সেরা ইনিংস। ২০১২ সালে প্রথম আসরের ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অপরাজিত ৮৬ রান করেছিলেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আশা জাগিয়েও দ্রুতই আউট হন মেহেদী মিরাজ। দলীয় ২৬ রানে ৯ বলে ৬ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে আসেন চতুরঙ্গ ডি সিলভা। এনামুল বিজয়কে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

দলীয় ৫০ রানে ১২ বলে ২১ রান করে আউট হন চতুরঙ্গ ডি সিলভা। এরপর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর দলীয় ৭২ রানে ফের উইকেট হারায় বরিশাল। ২০ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান বিজয়।

বিজয়ের বিদায়ের পর ক্রিজে আসা ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সাকিব। তবে দলীয় ১২২ রানে ২০ বলে ২৭ রান করে আউট হন ইব্রাহিম জাদরান। একদিকে উইকেট হারালেও অন্যপ্রান্তে নিজের সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব আল হাসান।

ফিফটির পর কুমিল্লার বোলারদের ওপর আরও চড়াও হয়ে খেলতে থাকেন সাকিব। তবে দলীয় ১৬০ রানে পর পর দুই উইকেট হারায় বরিশাল। ৮ বলে ৫ রান করে ইফতিখারের বিদায়ের পরে ক্রিজে এসেই পরের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।

সাকিব ৪৫ বলে ৮১ ও কানাত করিম ৪ বলে ৬ রকান করে অপরাজিত থাকেন। কুমিল্লার পক্ষে স্পিনার তানভির ইসলাম ৪টি, নাইম ও খুশদিল নেন ১টি করে উইকেট।