ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারকে আর কোনো ছাড় নয় : বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার সরকারকে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগের প্রতিশ্রুতি রক্ষা না করার ক্ষমতাসীনদের সাথে কোনো সংলাপ হবে না। শিগগিরই বিদ্যুৎখাতের দুর্নীতির খতিয়ান জাতির সামনে তুলে ধরার ঘোষণা দেন মির্জা ফখরুল।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ দুর্নীতির প্রধান খাত হিসেবে বিদ্যুৎকে বেছে নিয়েছে। দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার অব্যাহত রয়েছে। জনমত উপেক্ষা করে আদানী গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আনা জনগনের ওপর চপেটাঘাত বলে মন্তব্য করেন তিনি।

এসময় সোমবার সংবাদ সম্মেলনে বিএনপির সাথে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। জানান, পদত্যাগ ছাড়া সরকারের সাথে কোনো আলোচনায় বসতে রাজি নন তারা।

আওয়ামী লীগ দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া এবার কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

বিভ্রান্তমূলক বক্তব্য ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

নিউজটি শেয়ার করুন

সরকারকে আর কোনো ছাড় নয় : বিএনপি

আপডেট সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার সরকারকে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগের প্রতিশ্রুতি রক্ষা না করার ক্ষমতাসীনদের সাথে কোনো সংলাপ হবে না। শিগগিরই বিদ্যুৎখাতের দুর্নীতির খতিয়ান জাতির সামনে তুলে ধরার ঘোষণা দেন মির্জা ফখরুল।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ দুর্নীতির প্রধান খাত হিসেবে বিদ্যুৎকে বেছে নিয়েছে। দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার অব্যাহত রয়েছে। জনমত উপেক্ষা করে আদানী গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আনা জনগনের ওপর চপেটাঘাত বলে মন্তব্য করেন তিনি।

এসময় সোমবার সংবাদ সম্মেলনে বিএনপির সাথে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। জানান, পদত্যাগ ছাড়া সরকারের সাথে কোনো আলোচনায় বসতে রাজি নন তারা।

আওয়ামী লীগ দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া এবার কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

বিভ্রান্তমূলক বক্তব্য ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।