ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়বে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬২০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী দুদিন পর ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক-সংকেত জারি রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ ১৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে হাওয়া। এতে নদীবন্দরে এক নম্বর সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ২ দিন পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে জানিয়ে আবহাওয়াবীদ মো. ওমর ফারুক ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেছেন, আগামী ৩ অক্টোবর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। ৩ ও ৪ অক্টোবর সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কমবে।

টাঙ্গাইল, বগুড়া, পঞ্চগড়সহ ৫ জেলা এবং ২ বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়বে বৃষ্টি

আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী দুদিন পর ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক-সংকেত জারি রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ ১৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে হাওয়া। এতে নদীবন্দরে এক নম্বর সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ২ দিন পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে জানিয়ে আবহাওয়াবীদ মো. ওমর ফারুক ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেছেন, আগামী ৩ অক্টোবর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। ৩ ও ৪ অক্টোবর সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কমবে।

টাঙ্গাইল, বগুড়া, পঞ্চগড়সহ ৫ জেলা এবং ২ বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।