ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সউদী সফরে পাকিস্তান সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানে অর্থ ও রাজনৈতিক সঙ্কটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সৌদি আরবে সফরে গেছেন নতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিম। সরকারি সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান।

রোববার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (৫ জানুয়ারি) পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সামরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ভ্রাতৃপ্রতীম দুদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সউদী প্রেস এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানী রিয়াদে জেনারেল মুনির সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

সউদীর প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদে সৈয়দ আসিম মুনিম এবং সউদীর প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের বৈঠক হয়েছে। প্রিন্স খালিদ বিন সালমান এক টুইট বার্তায় জানান, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়েছি। দ্বিপাক্ষিক সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা করেছি এবং আমাদের সহযোগিতা জোরদার করার ওপায় নিয়ে আলোচনা হয়েছে।

জেনারেল মুনিরের সফরের খবর এমন এক সময় এলো, যখন পাকিস্তান গভীর অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি। দেশটির রিজার্ভ এখন ৬ বিলিয়ন ডলারের চেয়ে কম এবং ২০১৪ সালের পর তা সর্বনিম্ন পর্যায়ে এসেছে। দেশটির মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী। গত বছরে বন্যার কারণে দেশটির ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

বৈদেশিক রিজার্ভ ও ঋণখেলাপি থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসলামাবাদের সউদী অর্থের প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মেয়াদে রিয়াদ ২০২১ সালের নভেম্বরে ৩ বিলিয়ন জমা করেছিল। গত মাসে দেশটি তহবিলের মেয়াদ বাড়িয়েছে।

গত এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অর্থনৈতিক সহায়তা ও বিনিয়োগের জন্য উপসাগরীয় কয়েকটি দেশ ভ্রমণ করেন। গত বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সরকারি তথ্য অনুযায়ী, সউদী আরব তেল আমদানির জন্য ৯০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। গত আগস্টে শরিফের দোহা সফরের সময় কাতার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।

জেনারেল সৈয়দ আসিম মুনিম বিদায়ী বছরের নভেম্বরে দায়িত্ব নেন। সৌদিতে সফরের পর সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। সূত্র: আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

সউদী সফরে পাকিস্তান সেনাপ্রধান

আপডেট সময় : ০২:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানে অর্থ ও রাজনৈতিক সঙ্কটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সৌদি আরবে সফরে গেছেন নতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিম। সরকারি সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান।

রোববার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (৫ জানুয়ারি) পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সামরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ভ্রাতৃপ্রতীম দুদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সউদী প্রেস এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানী রিয়াদে জেনারেল মুনির সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

সউদীর প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদে সৈয়দ আসিম মুনিম এবং সউদীর প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের বৈঠক হয়েছে। প্রিন্স খালিদ বিন সালমান এক টুইট বার্তায় জানান, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়েছি। দ্বিপাক্ষিক সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা করেছি এবং আমাদের সহযোগিতা জোরদার করার ওপায় নিয়ে আলোচনা হয়েছে।

জেনারেল মুনিরের সফরের খবর এমন এক সময় এলো, যখন পাকিস্তান গভীর অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি। দেশটির রিজার্ভ এখন ৬ বিলিয়ন ডলারের চেয়ে কম এবং ২০১৪ সালের পর তা সর্বনিম্ন পর্যায়ে এসেছে। দেশটির মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী। গত বছরে বন্যার কারণে দেশটির ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

বৈদেশিক রিজার্ভ ও ঋণখেলাপি থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসলামাবাদের সউদী অর্থের প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মেয়াদে রিয়াদ ২০২১ সালের নভেম্বরে ৩ বিলিয়ন জমা করেছিল। গত মাসে দেশটি তহবিলের মেয়াদ বাড়িয়েছে।

গত এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অর্থনৈতিক সহায়তা ও বিনিয়োগের জন্য উপসাগরীয় কয়েকটি দেশ ভ্রমণ করেন। গত বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সরকারি তথ্য অনুযায়ী, সউদী আরব তেল আমদানির জন্য ৯০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। গত আগস্টে শরিফের দোহা সফরের সময় কাতার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।

জেনারেল সৈয়দ আসিম মুনিম বিদায়ী বছরের নভেম্বরে দায়িত্ব নেন। সৌদিতে সফরের পর সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। সূত্র: আল-জাজিরা।