ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে সাইকেলে ষাঁড় গরুর ধাক্কায় একজনের মৃত্যু

এম এ হান্নান, আদালত প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / ৫৮৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রতিবেশি শাহজাহানের বাই সাইকেলের পিছনে উঠে পাশ্ববর্তী গ্রামে যাওয়ার পথিমধ্যে সাইকেলে ষাড় গরুর ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায়  মো: ছেকাই নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের হাট বায়রা গ্রামে ষাড় গরু সাইকেলে ধাক্কা দিলে  মো. ছেকাই সাইকেল থেকে পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।মো. ছেকাই(৬৫) উপজেলার রুপবাটী ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত জোনাব আলির ছেলে।
বগুড়া শহিদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতি ( ৭ ডিসেম্বর)  সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত ছেকাই এর স্বজনদের বরাত দিয়ে ইউপি সদস্য মো. মুসা এ তথ্য নিশ্চিত করেন।
 মো. ছেকাই এর সাথে থাকা সাইকেল চালক শাহজাহান জানান, আমরা দুজন  বুধবার সকালে বড়ধুনাইল গ্রাম থেকে পাশবর্তী গ্রাম কাশিপুরে বাড়ির জায়গা জরিপের ব্যাপারে নকশা নিয়ে সার্ভেয়ারের সাথে কথা কথা বলতে যাচ্ছিলাম। হাটবায়রা গ্রামের মো. শওকত ঘোষের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি ষাঁড় গরুর  সাইকেলের সামনে  আঘাত করলে পিছনে থাকা মো. ছেকাই মাথায় পরে গিয়ে গুরুতর আঘাত পায়।
আঘাত প্রাপ্ত মো. ছেকাইকে শাহজাদপুর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে সেখান থেকে খাজা ইউনুস আলি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে বগুড়া শহিদ জিয়া মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মৃত ছেকাই এর ছেলে আঃ রাজ্জাকের  মুঠোফোন কল দিলে  তিনি ব্যস্ত কথা বলা সম্ভব হয়নি।
গরুর মালিক শওকত হোসেন  মুঠোফোনে জানান বড়ধুনাইল গ্রামের দুজন লোক  বাড়ির পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্চিলো। তার হাত থেকে গরু ছুটে গিয়ে সাইকেলে ঘেঁষা দেওয়ায় সাইকেলের পিছনে বসা একজন পরে মাথায় আঘাত পায়। স্থানীয়ভাবে চিকিৎসা করাই।পরে খোঁজ নিয়ে এনাযেতপুর হাসপাতালে নিছে।

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে সাইকেলে ষাঁড় গরুর ধাক্কায় একজনের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
প্রতিবেশি শাহজাহানের বাই সাইকেলের পিছনে উঠে পাশ্ববর্তী গ্রামে যাওয়ার পথিমধ্যে সাইকেলে ষাড় গরুর ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায়  মো: ছেকাই নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের হাট বায়রা গ্রামে ষাড় গরু সাইকেলে ধাক্কা দিলে  মো. ছেকাই সাইকেল থেকে পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।মো. ছেকাই(৬৫) উপজেলার রুপবাটী ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত জোনাব আলির ছেলে।
বগুড়া শহিদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতি ( ৭ ডিসেম্বর)  সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত ছেকাই এর স্বজনদের বরাত দিয়ে ইউপি সদস্য মো. মুসা এ তথ্য নিশ্চিত করেন।
 মো. ছেকাই এর সাথে থাকা সাইকেল চালক শাহজাহান জানান, আমরা দুজন  বুধবার সকালে বড়ধুনাইল গ্রাম থেকে পাশবর্তী গ্রাম কাশিপুরে বাড়ির জায়গা জরিপের ব্যাপারে নকশা নিয়ে সার্ভেয়ারের সাথে কথা কথা বলতে যাচ্ছিলাম। হাটবায়রা গ্রামের মো. শওকত ঘোষের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি ষাঁড় গরুর  সাইকেলের সামনে  আঘাত করলে পিছনে থাকা মো. ছেকাই মাথায় পরে গিয়ে গুরুতর আঘাত পায়।
আঘাত প্রাপ্ত মো. ছেকাইকে শাহজাদপুর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে সেখান থেকে খাজা ইউনুস আলি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে বগুড়া শহিদ জিয়া মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মৃত ছেকাই এর ছেলে আঃ রাজ্জাকের  মুঠোফোন কল দিলে  তিনি ব্যস্ত কথা বলা সম্ভব হয়নি।
গরুর মালিক শওকত হোসেন  মুঠোফোনে জানান বড়ধুনাইল গ্রামের দুজন লোক  বাড়ির পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্চিলো। তার হাত থেকে গরু ছুটে গিয়ে সাইকেলে ঘেঁষা দেওয়ায় সাইকেলের পিছনে বসা একজন পরে মাথায় আঘাত পায়। স্থানীয়ভাবে চিকিৎসা করাই।পরে খোঁজ নিয়ে এনাযেতপুর হাসপাতালে নিছে।