ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লোহিত সাগরে হুতিদের নৌকায় মার্কিন হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহিত সাগরে হুতিদের তিনটি নৌকায় হামলা চালিয়েছে আমেরিকার নৌবাহিনী। এতে অন্তত ১০ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার এক বিবৃতিতে হুতি বলেছে, তাদের নৌকাগুলো লোহিত সাগরের নৌপথে চলাচলকারী জাহাজ ও নৌকাগুলোর নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ রক্ষায় কাজ করছিল। এ ছাড়া মানবিক ও নৈতিক দায়িত্বের জায়গা থেকে লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি জাহাজ বা দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে যাওয়া ঠেকাতে কাজ করছিল হুতিদের নৌকাগুলো।

এদিকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, লোহিত সাগরে অভিযান চালিয়ে হুতিদের তিনটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে।

সেন্টকম দাবি করেছে, ইউএসএস আইজেনহাওয়ার ও ইউএসএস গ্রেভলি নামের দুটি যুদ্ধজাহাজের হেলিকপ্টারগুলো সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ মারস্ক হ্যাংজু থেকে কলে সাড়া দেওয়ার সময় ইরান-সমর্থিত হুথি ছোট নৌকাগুলো থেকে গুলি ছোড়া হয়। পরে মার্কিন হেলিকপ্টার পাল্টা আক্রমণ চালিয়ে হুথিদের তিনটি নৌকা ডুবিয়ে দেয় এবং তাদের বেশ কয়েকজন ক্রুকে হত্যা করে। তাদের একটি নৌকা পালিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক দিনেরও কম সময়ের ব্যবধানে মারেস্ক হ্যাংজুতে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালাল হুতি। এর আগে গত শনিবার রাতে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী মারেস্ক জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুতিরা। এ দুটি হামলার পর বৈশ্বিক শিপিং জায়ান্ট মারস্ক বলেছে, তারা লোহিত সাগরে তাদের কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করছে।

নিউজটি শেয়ার করুন

লোহিত সাগরে হুতিদের নৌকায় মার্কিন হামলা, নিহত ১০

আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

লোহিত সাগরে হুতিদের তিনটি নৌকায় হামলা চালিয়েছে আমেরিকার নৌবাহিনী। এতে অন্তত ১০ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার এক বিবৃতিতে হুতি বলেছে, তাদের নৌকাগুলো লোহিত সাগরের নৌপথে চলাচলকারী জাহাজ ও নৌকাগুলোর নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ রক্ষায় কাজ করছিল। এ ছাড়া মানবিক ও নৈতিক দায়িত্বের জায়গা থেকে লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি জাহাজ বা দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে যাওয়া ঠেকাতে কাজ করছিল হুতিদের নৌকাগুলো।

এদিকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, লোহিত সাগরে অভিযান চালিয়ে হুতিদের তিনটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে।

সেন্টকম দাবি করেছে, ইউএসএস আইজেনহাওয়ার ও ইউএসএস গ্রেভলি নামের দুটি যুদ্ধজাহাজের হেলিকপ্টারগুলো সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ মারস্ক হ্যাংজু থেকে কলে সাড়া দেওয়ার সময় ইরান-সমর্থিত হুথি ছোট নৌকাগুলো থেকে গুলি ছোড়া হয়। পরে মার্কিন হেলিকপ্টার পাল্টা আক্রমণ চালিয়ে হুথিদের তিনটি নৌকা ডুবিয়ে দেয় এবং তাদের বেশ কয়েকজন ক্রুকে হত্যা করে। তাদের একটি নৌকা পালিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক দিনেরও কম সময়ের ব্যবধানে মারেস্ক হ্যাংজুতে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালাল হুতি। এর আগে গত শনিবার রাতে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী মারেস্ক জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুতিরা। এ দুটি হামলার পর বৈশ্বিক শিপিং জায়ান্ট মারস্ক বলেছে, তারা লোহিত সাগরে তাদের কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করছে।