ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

র‌্যাবের উপর হামলার মামলায় পলাতক মাদক কারবারী জনি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র‌্যাবের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মাদক মামলার পলাতক আসামী মাদক কারবারী মোঃ একরাম হোসেন জনি ওরফে বাবু (২০) কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার কায়েমপুর এলাকা থেকে গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। একরাম হোসেন জনি কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মৃত কামাল মিয়া প্রকাশ কমল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গত ২ নভেম্বর গোপন সংবাদে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি দল উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একটি স্থানে রক্ষিত অবস্থায় ৬টি প্লাষ্টিকের বস্তা দেখতে পান। এ সময় বস্তার পাশে একরাম হোসেন জনি ওরফে বাবুসহ ৮/৯ জন লোক উপস্থিত ছিলো। র‌্যাবের সন্দেহ হলে বস্তা তল্লাসী করতে চাইলে জনিসহ তার সহযোগীরা র‌্যাবের উপর রড, কাঠ ও লাঠি দিয়ে হামলা চালায় এবং তাদের সাথে থাকা সরকারী পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে র‌্যাব সদস্যরা হতবিহবল হয়ে পড়েন। এক পর্যায়ে জনি তার সঙ্গীদের নির্দেশ দেন র‌্যাব সদস্যদের পিটিয়ে মেরে ফেলতে । প্রাণ বাঁচাতে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন র‌্যাব সদস্যরা। পরে মাদক ব্যবসায়ী জনি ও তার সঙ্গী চোরাকারবারীরা গাজার বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় ৬টি বস্তায় ১শ’ ২০ কেজি গাজা উদ্ধার করে র‌্যাব।

পরে র‌্যাব সদস্য জামাল উদ্দিন বাদি হয়ে ৫ জনকে আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পলাতক থাকা অবস্থায় পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘একরাম হোসেন জনি ওরফে বাবু একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গাজা উদ্ধারের সময় র‌্যাবের উপর হামলার ঘটনায় এতদিন পলাতক ছিলো সে। র‌্যাবের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

র‌্যাবের উপর হামলার মামলায় পলাতক মাদক কারবারী জনি গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র‌্যাবের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মাদক মামলার পলাতক আসামী মাদক কারবারী মোঃ একরাম হোসেন জনি ওরফে বাবু (২০) কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার কায়েমপুর এলাকা থেকে গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। একরাম হোসেন জনি কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মৃত কামাল মিয়া প্রকাশ কমল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গত ২ নভেম্বর গোপন সংবাদে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি দল উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একটি স্থানে রক্ষিত অবস্থায় ৬টি প্লাষ্টিকের বস্তা দেখতে পান। এ সময় বস্তার পাশে একরাম হোসেন জনি ওরফে বাবুসহ ৮/৯ জন লোক উপস্থিত ছিলো। র‌্যাবের সন্দেহ হলে বস্তা তল্লাসী করতে চাইলে জনিসহ তার সহযোগীরা র‌্যাবের উপর রড, কাঠ ও লাঠি দিয়ে হামলা চালায় এবং তাদের সাথে থাকা সরকারী পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে র‌্যাব সদস্যরা হতবিহবল হয়ে পড়েন। এক পর্যায়ে জনি তার সঙ্গীদের নির্দেশ দেন র‌্যাব সদস্যদের পিটিয়ে মেরে ফেলতে । প্রাণ বাঁচাতে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন র‌্যাব সদস্যরা। পরে মাদক ব্যবসায়ী জনি ও তার সঙ্গী চোরাকারবারীরা গাজার বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় ৬টি বস্তায় ১শ’ ২০ কেজি গাজা উদ্ধার করে র‌্যাব।

পরে র‌্যাব সদস্য জামাল উদ্দিন বাদি হয়ে ৫ জনকে আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পলাতক থাকা অবস্থায় পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘একরাম হোসেন জনি ওরফে বাবু একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গাজা উদ্ধারের সময় র‌্যাবের উপর হামলার ঘটনায় এতদিন পলাতক ছিলো সে। র‌্যাবের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’