ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের প্রতি আহবান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবারও যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দেশের অংশীদারীত্ব সংলাপে এ আহবান জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত থাকার আকাঙ্খা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম অংশীদারীত্ব সংলাপ স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। সংলাপে ঢাকার পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ওয়াশিংটনের পক্ষে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড নেতৃত্ব দেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জাতীয় নির্বঅচনে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের যুক্ত করার জন্য প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনার বিষয়টিও নুল্যান্ডকে জানানো হয়।

সংলাপের পর এক টুইট বার্তায় ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে আবারো ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত এ আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত হওয়ার পর প্রায় ছয় বছর কেটে গেছে। এই সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। রোহিঙ্গা সম্প্রদায় সংখ্যালঘুদের মতো ঝুঁকিপূর্ণ। তাদের সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের প্রতি আহবান

আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবারও যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দেশের অংশীদারীত্ব সংলাপে এ আহবান জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত থাকার আকাঙ্খা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম অংশীদারীত্ব সংলাপ স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। সংলাপে ঢাকার পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ওয়াশিংটনের পক্ষে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড নেতৃত্ব দেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জাতীয় নির্বঅচনে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের যুক্ত করার জন্য প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনার বিষয়টিও নুল্যান্ডকে জানানো হয়।

সংলাপের পর এক টুইট বার্তায় ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে আবারো ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত এ আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত হওয়ার পর প্রায় ছয় বছর কেটে গেছে। এই সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। রোহিঙ্গা সম্প্রদায় সংখ্যালঘুদের মতো ঝুঁকিপূর্ণ। তাদের সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি।