ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহবান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে রেল যোগাযোগ উন্নত করার ব্যবস্থা নিয়েছে সরকার। এসময় তিনি রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

মোবাইল ফোন কানে দিয়ে রেললাইনে হাঁটা এবং রেলগেট পড়ার পরও গাড়ি চলাচলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এর ফলে অল্প খরচে মানুষ যাতায়াত করতে পারে। আরামদায়ক ভ্রমণ করতে পারে।

রোববার (৪ জুন) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এসময় যাত্রীবাহী নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রেল দুর্ঘটনা ঘটে, ভারতে কী ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। এরকম দুর্ঘটনা সচরাচর চোখে দেখা যায় না। একসঙ্গে তিনটি রেল দুর্ঘটনায় কবলি হয়ে ২৮৮ জন মারা গেছেন। আমি তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে শোক জানিয়েছি। এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের দুজন বাংলাদেশিও আহত রয়েছেন। এমন ভয়াবহ দুর্ঘটনা সত্যি চিন্তার বিষয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বরিশাল-পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন করার পরিকল্পনা আছে। এসময় তিনি রেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে জোর তাগিদ দেন।

তিনি বলেন, লোডশেডিং এবং মূল্যস্ফীতের কারণে মানুষ কষ্ট পাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এই চাপ মোকাবেলায় সরকার নিজস্ব পরিকল্পনায় কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, কিছু লোকের কাজই হচ্ছে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা। তারা বিদেশের কাছে বদনাম করে তৃপ্তি পায়।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এতদিন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের জন্য নীলসাগর এক্সপ্রেস নামে একটি নৈশকালীন ট্রেন চালু থাকলেও, দিনের বেলা ট্রেন না থাকায় স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টি হত। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে অবশেষে এই রুটে দিবাকালীন ট্রেন চালু হলো।

এই রেলপথটি আন্তর্জাতিক ট্রেনের রুট হিসেবে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনটি শনিবার বাদে প্রতিদিন ভোর ৬ টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহবান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে রেল যোগাযোগ উন্নত করার ব্যবস্থা নিয়েছে সরকার। এসময় তিনি রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

মোবাইল ফোন কানে দিয়ে রেললাইনে হাঁটা এবং রেলগেট পড়ার পরও গাড়ি চলাচলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এর ফলে অল্প খরচে মানুষ যাতায়াত করতে পারে। আরামদায়ক ভ্রমণ করতে পারে।

রোববার (৪ জুন) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এসময় যাত্রীবাহী নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রেল দুর্ঘটনা ঘটে, ভারতে কী ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। এরকম দুর্ঘটনা সচরাচর চোখে দেখা যায় না। একসঙ্গে তিনটি রেল দুর্ঘটনায় কবলি হয়ে ২৮৮ জন মারা গেছেন। আমি তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে শোক জানিয়েছি। এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের দুজন বাংলাদেশিও আহত রয়েছেন। এমন ভয়াবহ দুর্ঘটনা সত্যি চিন্তার বিষয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বরিশাল-পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন করার পরিকল্পনা আছে। এসময় তিনি রেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে জোর তাগিদ দেন।

তিনি বলেন, লোডশেডিং এবং মূল্যস্ফীতের কারণে মানুষ কষ্ট পাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এই চাপ মোকাবেলায় সরকার নিজস্ব পরিকল্পনায় কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, কিছু লোকের কাজই হচ্ছে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা। তারা বিদেশের কাছে বদনাম করে তৃপ্তি পায়।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এতদিন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের জন্য নীলসাগর এক্সপ্রেস নামে একটি নৈশকালীন ট্রেন চালু থাকলেও, দিনের বেলা ট্রেন না থাকায় স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টি হত। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে অবশেষে এই রুটে দিবাকালীন ট্রেন চালু হলো।

এই রেলপথটি আন্তর্জাতিক ট্রেনের রুট হিসেবে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনটি শনিবার বাদে প্রতিদিন ভোর ৬ টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।