ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাফায় ইসরায়েলি বিমান হামলা নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / ৪৩০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ গাজার উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। ফিলিস্তিন হেলথ এন্ড সিভিল এমারজিন্সি সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী বলছে, হামাসের একটি কম্পাউন্ডকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। সেখানে অবৈধ গোলাবারুদ রাখার অভিযোগ ছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাফাতে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

আল জাজিরা বলেছে, ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুত লোকদের তাঁবু ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে বলে কর্মকর্তাদের জানিয়েছেন। তাদের মতে, এই হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া নিহত হয়েছেন প্রায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

রাফায় ইসরায়েলি বিমান হামলা নিহত ৩৫

আপডেট সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

দক্ষিণ গাজার উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। ফিলিস্তিন হেলথ এন্ড সিভিল এমারজিন্সি সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী বলছে, হামাসের একটি কম্পাউন্ডকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। সেখানে অবৈধ গোলাবারুদ রাখার অভিযোগ ছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাফাতে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

আল জাজিরা বলেছে, ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুত লোকদের তাঁবু ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে বলে কর্মকর্তাদের জানিয়েছেন। তাদের মতে, এই হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া নিহত হয়েছেন প্রায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি।