ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজস্থলীতে পাহাড়ী যুবকের হামলায় মানসিক ভারসাম্যহীন যুবক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// মো: আজগর আলী খান, রাজস্থলী //
রাঙামাটি রাজস্থলীতে পাহাড়ী যুবকের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাজারে থাকা মানসিক ভারসাম্যহীন এক ( পাগল) যুবক। আহত পাগল দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলার রাজস্থলী বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলো। কেউ দিলে খায়, আবার না দিলে কারো কাছ থেকে খুঁজে খাবেনা। এমন কি কারো  ক্ষতিও করেনা সে পাগল যুবকটি।
শনিবার রাতের বেলায় ২ নং গাইন্দ্যা ইউনিয়নের আঙ্গিণা পাড়ার মিলামং মারমা নামক এক যুবক মদ্যপান করে পাগল যুবক কে বেদম প্রহার করে হাতে মাথায় জখম করে। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্ত্তি করা হলে হাসপাতালের ডাক্তার তার মাথায় প্রচন্ড আঘাত হওয়াতে ১৪ টি সেলাই করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। ৩ জুন শনিবার রাত আনুমানিক ১১ টায় রাজস্থলী বাজার  এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকারী, মিনহাজ,ও মিজবা জানান, পাগল কে এক পাহাড়ী যুবক, মিলিমং মারমা মদ্যপান অবস্থায় মারধর করার সময় আমরা  দেখতে পেয়ে নিষেধ করি। এতে মারমা যুবকটি আরো ক্ষিপ্ত হয়ে  এ লাঠিসোটা নিয়ে পাগলের  ওপর হামলা করে।
স্থানীয় আরেক যুবক  বলেন, পাগল কে টেনে-হিঁছড়ে খাগড়াছড়ি পাড়ার দিকে  নিয়ে যায় বলে  জানান। আহত মানসিক ভারসাম্যহীন যুবক ( পাগল) কে রাজস্থলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা । ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, পাগল কে যে যুবক টা প্রহার করছে সে আসলে মানুষ না সে পাগলের চেয়েও অধম। তাই তাকে গ্রেপ্তার করে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসন কে বলেন।
এ ব্যাপারে রাজস্থলী থানা অফিসার  ইনচার্জ (ওসি)  জাকির হোসেন বলেন, ঘটনা শুনেছি  এ ঘটনার সঙ্গে জড়িত মিলামং মারমাকে ধরে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে পাহাড়ী যুবকের হামলায় মানসিক ভারসাম্যহীন যুবক আহত

আপডেট সময় : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
// মো: আজগর আলী খান, রাজস্থলী //
রাঙামাটি রাজস্থলীতে পাহাড়ী যুবকের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাজারে থাকা মানসিক ভারসাম্যহীন এক ( পাগল) যুবক। আহত পাগল দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলার রাজস্থলী বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলো। কেউ দিলে খায়, আবার না দিলে কারো কাছ থেকে খুঁজে খাবেনা। এমন কি কারো  ক্ষতিও করেনা সে পাগল যুবকটি।
শনিবার রাতের বেলায় ২ নং গাইন্দ্যা ইউনিয়নের আঙ্গিণা পাড়ার মিলামং মারমা নামক এক যুবক মদ্যপান করে পাগল যুবক কে বেদম প্রহার করে হাতে মাথায় জখম করে। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্ত্তি করা হলে হাসপাতালের ডাক্তার তার মাথায় প্রচন্ড আঘাত হওয়াতে ১৪ টি সেলাই করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। ৩ জুন শনিবার রাত আনুমানিক ১১ টায় রাজস্থলী বাজার  এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকারী, মিনহাজ,ও মিজবা জানান, পাগল কে এক পাহাড়ী যুবক, মিলিমং মারমা মদ্যপান অবস্থায় মারধর করার সময় আমরা  দেখতে পেয়ে নিষেধ করি। এতে মারমা যুবকটি আরো ক্ষিপ্ত হয়ে  এ লাঠিসোটা নিয়ে পাগলের  ওপর হামলা করে।
স্থানীয় আরেক যুবক  বলেন, পাগল কে টেনে-হিঁছড়ে খাগড়াছড়ি পাড়ার দিকে  নিয়ে যায় বলে  জানান। আহত মানসিক ভারসাম্যহীন যুবক ( পাগল) কে রাজস্থলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা । ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, পাগল কে যে যুবক টা প্রহার করছে সে আসলে মানুষ না সে পাগলের চেয়েও অধম। তাই তাকে গ্রেপ্তার করে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসন কে বলেন।
এ ব্যাপারে রাজস্থলী থানা অফিসার  ইনচার্জ (ওসি)  জাকির হোসেন বলেন, ঘটনা শুনেছি  এ ঘটনার সঙ্গে জড়িত মিলামং মারমাকে ধরে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।