ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজশাহীতে মর্মান্তিক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিহাল খান, রাজশাহী ব্যুরো : 
আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে হাইস মাইক্রোবাস ও মোটরবাইকের সংঘর্ষে এক বাইক আরোহী তরুণ নিহত হয়েছেন। পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে বিক্ষুব্ধ জনতা সেই মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নিহত তরুণের নাম বাচ্চু মিয়া (১৬)। সে পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকার বাসিন্দা।
জানা যায়, দুপুর একটার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী একটি হাইস মাইক্রো এবং উল্টো পথে যাওয়া আরেকটি মোটরবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী তরুণ বাচ্চু মিয়া নিহত হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পরে মাইক্রোতে থাকা সাত থেকে আট জন যাত্রী ঘটনার পরে মাইক্রো থেকে নেমে যায়।এসময় ক্ষিপ্ত জনতা আগুন দিয়ে মাইক্রোটি পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে জলন্ত মাইক্রোটির আগুন নেভায়। ঘটনার পরে থেকে প্রায় আধা ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিলো। পরে পুলিশ রাস্তায় থাকা মোটরসাইকেল ও মাইক্রোটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং যানজট নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীগামী হাইস মাইক্রোবাস এবং বিড়ালদাহগামী এক মোটরসাইকেল চালক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে আগুন লাগার বিষয়টি এখনো জানা যায়নি, তদন্ত শেষে বলা যাবে। মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কোন অভিযোগ  না থাকায় মৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে নিয়মিত একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বা/খ:জই

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে মর্মান্তিক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
নিহাল খান, রাজশাহী ব্যুরো : 
আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে হাইস মাইক্রোবাস ও মোটরবাইকের সংঘর্ষে এক বাইক আরোহী তরুণ নিহত হয়েছেন। পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে বিক্ষুব্ধ জনতা সেই মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নিহত তরুণের নাম বাচ্চু মিয়া (১৬)। সে পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকার বাসিন্দা।
জানা যায়, দুপুর একটার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী একটি হাইস মাইক্রো এবং উল্টো পথে যাওয়া আরেকটি মোটরবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী তরুণ বাচ্চু মিয়া নিহত হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পরে মাইক্রোতে থাকা সাত থেকে আট জন যাত্রী ঘটনার পরে মাইক্রো থেকে নেমে যায়।এসময় ক্ষিপ্ত জনতা আগুন দিয়ে মাইক্রোটি পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে জলন্ত মাইক্রোটির আগুন নেভায়। ঘটনার পরে থেকে প্রায় আধা ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিলো। পরে পুলিশ রাস্তায় থাকা মোটরসাইকেল ও মাইক্রোটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং যানজট নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীগামী হাইস মাইক্রোবাস এবং বিড়ালদাহগামী এক মোটরসাইকেল চালক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে আগুন লাগার বিষয়টি এখনো জানা যায়নি, তদন্ত শেষে বলা যাবে। মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কোন অভিযোগ  না থাকায় মৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে নিয়মিত একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বা/খ:জই