ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অদ্ভূদ আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতার ভীড়

যমুনায় জেলের জালে সাড়ে ৪ ফুট লম্বা বাওস মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ৭১৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// মোঃ শামছুর রহমান শিশির //

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে ৪ কেজি ২শ’ গ্রাম ওজনের সাড়ে ৪ ফুট লম্বা একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে।

২৩ আগষ্ট বুধবার সকালে জনৈক জেলে মাছটি উপজেলার জারিমতা বাজারে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় সংবাদকর্মী ইনসাফ মাছটি ২৫শ’ টাকায় কিনে নেন। এ সময় অদ্ভূদ প্রকৃতির এ মাছটি দেখতে স্থানীয়রা ভীড় করেন।

মৎস্য ব্যবসায়ীদের ভাষ্যমতে, এই মাছের প্রকৃত নাম বাওস হলেও স্থানীয়ভাবে এটাকে বাঙ্গোশ বলে থাকে। এ মাছ সাধারণত সমুদ্রে পাওয়া যায়। কিন্তু বছরের আষাঢ়, শাওন মাসের দিকে মাঝে মাঝে প্রত্যন্ত অঞ্চলের পদ্মা যমুনায় মাছটি পাওয়া যায়। এই মাছটির দ্বারা শারীরের ব্যথা উপশম হয় এবং মাছটি খুবই সুস্বাদু ।

জানা গেছে, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝে মধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজন এবং অনেক সুস্বাদু ও দামি হয়। এর ওষুধি গুনও আছে।

নিউজটি শেয়ার করুন

অদ্ভূদ আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতার ভীড়

যমুনায় জেলের জালে সাড়ে ৪ ফুট লম্বা বাওস মাছ

আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

// মোঃ শামছুর রহমান শিশির //

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে ৪ কেজি ২শ’ গ্রাম ওজনের সাড়ে ৪ ফুট লম্বা একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে।

২৩ আগষ্ট বুধবার সকালে জনৈক জেলে মাছটি উপজেলার জারিমতা বাজারে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় সংবাদকর্মী ইনসাফ মাছটি ২৫শ’ টাকায় কিনে নেন। এ সময় অদ্ভূদ প্রকৃতির এ মাছটি দেখতে স্থানীয়রা ভীড় করেন।

মৎস্য ব্যবসায়ীদের ভাষ্যমতে, এই মাছের প্রকৃত নাম বাওস হলেও স্থানীয়ভাবে এটাকে বাঙ্গোশ বলে থাকে। এ মাছ সাধারণত সমুদ্রে পাওয়া যায়। কিন্তু বছরের আষাঢ়, শাওন মাসের দিকে মাঝে মাঝে প্রত্যন্ত অঞ্চলের পদ্মা যমুনায় মাছটি পাওয়া যায়। এই মাছটির দ্বারা শারীরের ব্যথা উপশম হয় এবং মাছটি খুবই সুস্বাদু ।

জানা গেছে, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝে মধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজন এবং অনেক সুস্বাদু ও দামি হয়। এর ওষুধি গুনও আছে।